Puja Shopping: কোথায় করবেন পুজোর কেনাকাটা, জেনে নিন কলকাতার সেরা বাজারগুলির খোঁজ

Puja Shopping: কোথায় করবেন পুজোর কেনাকাটা, জেনে নিন কলকাতার সেরা বাজারগুলির খোঁজ

 

কয়েক সপ্তাহ মাত্র বাকি, তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। খাওয়া দাওয়ার সঙ্গেই পুজো মানেই নতুন জামা। শুধু তাই নয়। সাধারণত এই সময়ে বিভিন্ন ক্ষেত্রেই কেনাকাটা বিশেষ প্রাধান্য পায়। কলকাতায় এমন কিছু বাজার আছে যেগুলি পুজোর মরশুমে একেবারে ক্রেতায় টইটম্বুর হয়ে ওঠে। কারন সেখানকার পসরা। বিভিন্ন জিনিস বিভিন্ন দামে একসঙ্গে। জেনে নেওয়া যাক কলকাতার তেমনই কিছু বিখ্যাত বাজারের ঠিকানা।

১. নিউ মার্কেট- এক সময় এর নাম ছিল হগ মার্কেট, কলকাতার সবচেয়ে প্রাচীনতম বাজার। এটি কেনাকাটার অন্যতম পীঠস্থান। এক সঙ্গে রয়েছে প্রায় ২০০০ এর বেশি স্টল। বলা হয় ‘নিউ মার্কেটে আপনি সব পাবেন!’ এমনই এই বাজারের বিস্তার। জামা কাপড় থেকে ঘর সাজানোর সামগ্রী, সুতো থেকে জুতো সবই মিলবে পছন্দসই ও বিভিন্ন দামে।

২. হাতিবাগান মার্কেট- পুজোর কেনাকাটার সবচেয়ে নির্মল ও প্রাচীন স্বাদ অস্বাদ করতে হবে আসতেই হবে উত্তর কলকাতার অন্যতম প্রাচীন এই মার্কেটে। এক জায়গাতেই বলবে বহু জিনিস। কেনাকাটার সুবিধার জন্য সামগ্রী অনুযায়ী জায়গাও নির্দিষ্ট রয়েছে এখানে। ইলেকট্রনিক্স, মসলাপাতি থেকে কাপড়, ঘর সাজানোর সামগ্রী হয়ে কসমেটিকস ইত্যাদি সবই মিলবে এখানে।

৩. গড়িয়াহাট- পুজোর কেনাকাটা করা মানুষজনের ভিড়ে সব সময়েই তিল ধারণের জায়গা থেকে না এই গড়িয়াহাটে। তার কারণও রয়েছে। শপিং করবে এসে এখানে আপনি একাধিক জিনিসের সবকটির অগুনতি ভ্যারাইটি পাবেন এখানে। বলা হয়, পুজোর মার্কেটের স্বর্গ এই গড়িয়াহাট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ