Jnaneswari : জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় জামিন পেলেন ৬ জন অভিযুক্ত

Jnaneswari : জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় জামিন পেলেন ৬ জন অভিযুক্ত

২০১০ সালের জ্ঞানেশ্বরী এক্সপ্রেস (Jnaneswari) লাইনচ্যুত হওয়ার ঘটনায় জামিন পেলেন ৬ জন অভিযুক্ত। গত বুধবার কলকাতা আদালত Jnaneswari এক্সপ্রেস কান্ডে জামিন মঞ্জুর করেছেন অভিযুক্তদের। অভিযুক্ত ছয় জনের জামিন মঞ্জুর করেছেন বিচারপতি পার্থ সারথি চ্যাটার্জি এবং তপব্রত চক্রবর্তী।

২০১০ সালের ২৮ শে মে রাত ১ টা নাগাদ ঝাড়গ্রামের কাছে মুম্বাইগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল। পরবর্তীকালে অপরদিক থেকে আসা আরেকটি ট্রেন ধাক্কা মারে এই ট্রেনটিকে। ঘটনায় মৃত্যু হয় ১৪৮ জন যাত্রীর। দুর্ঘটনাটির পিছনে সক্রিয় হাত ছিল মাওবাদীদের। বাম শাসনকালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে ২০১২ সালের জুন মাসে এই ঘটনার তদন্তভার নেয় সিবিআই। সেই বছরই ২৯ শে নভেম্বর একটি চার্জশিটে সিবিআই এই মামলায় ২৩ অভিযুক্তের নাম নথিভুক্ত করেছিল।

বর্তমানে জামিন মঞ্জুর করা ছয় অভিযুক্ত হলেন মন্টু মাহাতো, লক্ষ্মণ মাহাতো, সঞ্জয় মাহাতো, তপন মাহাতো, বাবলু রানা এবং দয়াময় মাহাতো। এরা সকলেই ঝাড়গ্রাম জেলার বাসিন্দা। প্রত্যেকেই যুক্ত ছিলেন মাওবাদী অনুশীলনের সঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ