“উল্টাপাল্টা হিন্দি বলে, অখিলেশের দোকানটা বন্ধ করে দিয়েছেন”, মমতাকে তীব্র কটাক্ষ দিলীপের

"উল্টাপাল্টা হিন্দি বলে, অখিলেশের দোকানটা বন্ধ করে দিয়েছেন", মমতাকে তীব্র কটাক্ষ দিলীপের

উত্তরপ্রদেশে পুনরায় জয় নিশ্চিত করেছে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি। অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টি বিশেষ সুবিধা করতে পারেনি নির্বাচনে। বিধানসভা নির্বাচনের প্রাক্কলে অখিলেশের আমন্ত্রণেই উত্তরপ্রদেশে গিয়ে বিজেপি বিরোধী প্রচারে নেমেছিলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক দিয়েছিলেন, শুধু রাজ্য নয় দেশ থেকেও বিজেপিকে বিতাড়িত করার। কিন্তু বৃহস্পতিবার বেলায় দেশের সবচেয়ে বেশি বিধানসভা আসনের রাজ্যে গেরুয়া প্রত্যাবর্তন নিশ্চিত। তারই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন:  Medinipur: নিখোঁজ শিশুর সন্ধানে প্রশিক্ষিত কুকুর ও ড্রোন নামালো পুলিশ

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার কর্মী সম্মেলনে এসেছিলেন দিলীপ ঘোষ। উত্তরপ্রদেশে অখিলেশের বিপর্যয়ের জন্য কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “দিদিমণি উত্তর প্রদেশে নির্বাচনে, ওখানে গিয়ে উন্নাও, হাথরসের গল্প বলেছেন। সেই দুই জায়গাতেই বিজেপি বিপুল ভোটে এগিয়ে আছে।” তাঁর আরও কটাক্ষ, “এখান থেকে দিদিমণি গিয়ে উল্টাপাল্টা হিন্দি বলে, অখিলেশের দোকানটা বন্ধ করে দিয়েছেন!”

গোয়ার নির্বাচন প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করেছেন দিলীপ। তিনি বলেন, “হাওয়াতে উড়ে গিয়ে কেউ যদি টাকা-পয়সা খরচ করে, লোক ভাড়া করে মনে করেন পার্টি দাঁড়িয়ে যাবে, সেটা সম্ভব নয়। ত্রিপুরাতে আমরা দেখেছি এখান থেকে টাকাপয়সা, নেতা-অভিনেতা, লোকজন সব নিয়ে গিয়ে চেষ্টা হয়েছিল। কিন্তু কোন লাভ হয়নি। গোয়াতে তৃণমূলেরই সহযোগী পার্টি চার-পাঁচটা সিটে এগিয়ে আছে, কিন্তু তৃণমূল এগিয়ে নেই। তৃণমূল যদি মনে করে অন্যরা লাড্ডু খাবে, তাঁরা লজেন্স খাবেন, তাতে অবশ্য খুশি হতে পারেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ