ST Status: এসটি তকমা পেল জম্মু-কাশ্মীরের পাহাড়ি জনজাতি

ST Status: এসটি তকমা পেল জম্মু-কাশ্মীরের পাহাড়ি জনজাতি

বিধানসভা ভোটের প্রাক্কালে এসটি তকমা পেল জম্মু কাশ্মীরের পাহাড়ি জনজাতি। ফলে তফসিল উপজাতি হিসেবে পরিগনিত হতে চলেছেন প্রায় ১২ লাখ জনসংখ্যা বিশিষ্ট পাহাড়িরা। ইউনিয়ন মিনিস্টার জীতেন্দ্র সিং টুইট করে এই জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন।

ইউনিয়ন মিনিস্টার জীতেন্দ্র সিং টুইট করেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয়কে ধন্যবাদ পাহাড়ি জনজাতির দীর্ঘদিন ধরে অমিমাংসিত থাকা দাবি এসটি স্ট্যাটাসের প্রতি সংবেদনশীল হওয়ার জন্য।” তিনি আরও লেখেন, “কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের জম্মু ও কাশ্মীরকে বদলে দেওয়ার সাহস ও দৃঢ়তার জন্যই এটি সম্ভবপর হল।”

আরও পড়ুন:  Jhargram: ‘বিজেপি-র নেতা গ্রেপ্তার নয় কেন’, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

ইতিমধ্যে পাহাড়ি জনজাতির নেতা প্রাক্তন মন্ত্রী সৈয়দ মুস্তাক বুখারি বিজেপি সরকারকে ধন্যবাদ জানিয়ে ও কংগ্রেসের সমালোচনা করে, এই ঘটনাকে ৪০ বছরের আন্দোলনের সাফল্য বলে উল্লেখ করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে এই সিদ্ধান্ত বিজেপিকে সাহায্য করবে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ