চাঁদ সূর্যের পর এবার মিশন শুক্রে। গত মঙ্গলবার ISRO র চেয়ারম্যান জানিয়েছেন শুক্র মিশনের কাজ অগ্রগতির সাথে চলছে এবং অনুষ্ঠানিক ভাবে এই মিশনের নাম দেওয়া হয়েছে শুক্রযান ১।
- Advertisement -
চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩ সফল ভাবে অবতরণ করেছে। তারপর রওনা দিয়েছে দেশের প্রথম সৌর মিশন আদিত্য-এল ১। ভারতের মহাকাশ ISRO একের পর ইতিহাস তৈরী করে চলেছে। বিভিন্ন দেশ গুলি থেকে ভারত মহাকাশ গবেষণায় অনেক খানি উন্নত হয়েছে।
- Advertisement -
শুক্রযান মিশনের প্রাথমিক উদ্দেশ্য হলো শুক্র গ্রহ সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা। যেমন শুক্রের পৃষ্ঠ এবং বায়ুমন্ডল উভয় পরীক্ষা করা একই সঙ্গে শুক্রের ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষন করবে শুক্রযান-১।
- Advertisement -
শুক্র গ্রহ সম্পর্কে বিজ্ঞানী মহলে নানা রকম কথা প্রচলিত আছে। নাসা শুক্র গ্রহে প্রাণের সম্ভবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। আবার কিছু বিজ্ঞানী শুক্র গ্রহের বায়ুমন্ডলে জীবাণুর অস্তিত্ব বর্তমান বলে স্বীকার করেছেন।