চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে দুর্ব্যবহারের অভিযোগ, তুমুল বিক্ষোভ রোগীর আত্মীয়দের

চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে দুর্ব্যবহারের অভিযোগ, তুমুল বিক্ষোভ রোগীর আত্মীয়দের

চিকিৎসক-নার্সদের একাংশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনে বিক্ষোভ উত্তাল হয়ে উঠলো সরকারি হাসপাতাল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশ এসে অবস্থা সামাল দেয়।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে রোগী ভর্তি হলেও সঠিক চিকিৎসা পরিষেবা মিলছে বিগত কিছুদিন ধরেই। কিন্তু প্রায়ই রোগীর পরিজনরা হাসপাতালের ডাক্তার ও নার্সদের একাংশের দুর্ব্যবহারের শিকার হচ্ছেন। শুক্রবার তারই প্রেক্ষিতে রোগীর পরিবারের বিক্ষোভ পরিলক্ষিত হল। অভিযোগ, হাসপাতালে পেটের যন্ত্রনা নয় ভর্তি হন এক রোগী। কিন্তু বারবার বলার পরেও চিকিৎসক আসেননি। এমনকি জরুরি বিভাগে থাকা নার্সদের রোগীর বিষয়ে বারবার জানানো হলে তাঁরা রোগীর পরিজনের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।

আরও পড়ুন:  “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

এরপরেই উত্তেজিত হয়ে বিক্ষোভ দেখতে শুরু করেন রোগীর পরিজনেরা। তাঁদের সমর্থন করেন হাসপাতালের অন্যান্য রোগীর পরিজনেরাও। হাসপাতালের বিএমওএইচ-কে ঘিরেও চলে বিক্ষোভ। চন্দ্রকোনা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অবশেষে বিএমওএইচ রোগীর পরিজনদের অভিযোগের বিষয়টি নিয়ে পদক্ষেপের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ