পূরণ হয়নি প্রতিশ্রুতি, মেদিনীপুর মেডিকেলে আন্দোলনে নার্সরা

পূরণ হয়নি প্রতিশ্রুতি, মেদিনীপুর মেডিকেলে আন্দোলনে নার্সরা

রাজ্য জুড়ে বেতন বৈষম্য নিয়ে নার্সদের আন্দোলনের জেরে রাজ্য সরকার দাবি মান্যতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সাত মাস অতিক্রান্ত হওয়ার পরেও দাবি নিয়ে কোন উচ্চবাচ্য না হওয়ায় ফের আন্দোলনে নামলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা।

রাজ্যে নার্সদের বেতন বৈষম্য নিয়ে অসন্তোষ দীর্ঘদিনের। বেশ কয়েকমাস আগে নার্সদের বৃহত্তম সংগঠন নার্সেস ইউনিটির আন্দোলন দেখেছিল রাজ্য। সেসময় তৎকালীন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিন মাস সময় চেয়েছিলেন বলে দাবি নার্সেস ইউনিটির সদস্য। কিন্তু অভিযোগ সাত মাস অতিক্রান্ত হওয়ার পরেও নার্সদের দাবিকে মান্যতা দেওয়া হয়নি। এমনকি নার্সেস ইউনিটির নেতৃত্বদের বাড়ি থেকে দূরে বদলি করা হয়েছে। তাই এবার বেতন বৈষম্য দূরীকরণ, কাজের সুষ্ঠ পরিবেশ, নার্স নিগ্রহ বন্ধ ও সরকারের প্রতিহিংসামূলক আচরণ বন্ধের দাবিতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সেস ইউনিটির নেতৃত্বে জেলার শতাধিক নার্স বিক্ষোভ আন্দোলন শুরু করলেন। যদিও আন্দোলনকারীরা ডিউটি সম্পূর্ণ করেই আন্দোলনে নেমেছেন দাবি করে সুপারের অফিসের সামনে আন্দোলনে বসেন। তাঁদের হুঁশিয়ারি অবিলম্বে তাঁদের দাবির বিষয়ে পদক্ষেপ না নিলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ