ওড়িশার বালেশ্বর থেকে ২০ কিমি দূরে বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ও হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস। মৃত ও আহত বহু। রেলের তরফে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন টুইট মারফত। সেই সঙ্গে গুরুতর আহতদের ২ লক্ষ টাকা করে ও অল্প আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা দেবে রেল।
Ex-gratia compensation to the victims of this unfortunate train accident in Odisha;
₹10 Lakh in case of death,
₹2 Lakh towards grievous and ₹50,000 for minor injuries.— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 2, 2023
ভুবনেশ্বর, কলকাতা থেকে উদ্ধারকারী দল পৌঁছে গেছে ওড়িশার দুর্ঘটনাস্থলে। আসছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য সরকারের উদ্ধারকারী দল এবং বায়ুসেনার দল। রাতেই রেলমন্ত্রী স্বয়ং দুর্ঘটনাস্থলে আসছেন। এছাড়া আসছেন রেল বোর্ডের চেয়ারম্যান অনিলকুমার লাহোটি।
প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে সন্ধ্যা ৭টা নাগাদ শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে লাইনচ্যুত হয়। কামরাগুলি গিয়ে পড়ে পাশের লাইনে। একই সময়ে পাশের লাইন ধরে উল্টোদিক থেকে হাওড়ার দিকে আসছিল যশবন্তপুর এক্সপ্রেস। কামরাগুলিতে ধাক্কা দিয়ে সেই ট্রেনটিও লাইনচ্যুত হয়। অসমর্থিত সূত্রের দাবি, করমণ্ডল এক্সপ্রেস অত্যন্ত দ্রুত গতিতে একটি মালগাড়িতে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়েছে। যদিও দাবির সত্যতা স্পষ্ট নয়।