Medinipur : বেহাল কংসাবতীর বীরেন্দ্র সেতু, তৈরি হবে ২৪৫ কোটির নয়া সেতু, উঠলো পুনর্বাসনের দাবি

Medinipur : বেহাল কংসাবতীর বীরেন্দ্র সেতু, তৈরি হবে ২৪৫ কোটির নয়া সেতু, উঠলো পুনর্বাসনের দাবি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুর শহপ্র সংলগ্ন কংসাবতী নদীর উপরে মেদিনীপুর-খড়গপুর সংযোগে ৬০ নম্বর জাতীয় সড়কে তৈরি হবে নতুন সেতু। সোমবার জেলার ভূমি রাজস্ব দফতরের বৈঠকে ২৪৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলা এই সেতুর রূপরেখা নির্ধারণ করা হল।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ৬০ নম্বর জাতীয় সড়কে কংসাবতী নদীর উপর থাকা মোহনপুর তথা বীরেন্দ্র সেতুটি দুর্বল হয়ে পড়েছে। তাই ২০২২ সালের জুন মাস থেকে প্রশাসনের তরফে সেতুটির উপর দিয়ে ভারি গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। এবার রাজ্য প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন সেতু নির্মাণের। সোমবার জেলা ভূমি রাজস্ব দফতরে জেলা প্রশাসন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ, বিধায়ক, জনপ্রতিনিধিদের বৈঠকে রূপরেখা স্থির হয়। জানা গিয়েছে, ২৪৫ কোটি টাকা ব্যয়ে ৫৫৮ মিটার দীর্ঘ, প্রস্থ ২৭.৫ মিটার সেতুটির নির্মাণ শীঘ্রই শুরু হবে এবং আগামী ২ বছরের মধ্যে নির্মাণ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কিন্তু সেতু নির্মাণের কারণে বেশ কিছু বাড়ি ও দোকান ভাঙা পড়ার সম্ভাবনা৷ বিধায়ক দীনেন রায় ও অন্যান্য জন প্রতিনিধিদের তরফে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। প্রশাসনের তরফে বিষয়টি বিবাচনার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ