Manipur : মণিপুরে মহিলাদের হেনস্থার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ

Manipur : মণিপুরে মহিলাদের হেনস্থার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ

মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্রকে হাঁটানো ও গণধর্ষণের অভিযোগ সংক্রান্ত ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। জায়গায় জায়গায় চলছে প্রতিবাদ। সেই ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল অমিত শাহের নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

মণিপুরে অশান্তি চলাকালীন দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো ও গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল দেশীয় রাজনীতি। মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১ শে জুলাইয়ের সভা থেকে বিজেপি সরকার ও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৪ মে মণিপুরের কাংপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। তাঁদের গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ। আরও অভিযোগ, এই ঘটনায় অনেক আগেই থানায় এফআইআর দায়ের করা হলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। কিন্তু কিছু দিন আগে সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে (সেই ভিডিয়োর সত্যতা যাচাই GNE Bangla-র তরফে করা হয়নি) দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। সেই ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল অমিত শাহের মন্ত্রক।

আরও পড়ুন:  Primary Posting Scam : বদলি অনিয়ম মামলায় ৩০ জন প্রাথমিক শিক্ষককে তলব সিবিআই-এর

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ