Supreme Court : অভিষেক ও রুজিরার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস প্রত্যাহারের নির্দেশ ইডি-কে

Supreme Court : অভিষেক ও রুজিরার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস প্রত্যাহারের নির্দেশ ইডি-কে

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি করা ‘লুক আউট’ নোটিস তুলে নিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে অভিষেক ও রুজিরাকে বিদেশযাত্রার সাত দিন আগে ইডি-র কাছ থেকে অনুমতি নিতে হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে অভিযোগ জানান, তাঁকে ও অভিষেককে বিদেশেযাত্রায় বাধা দেওয়া হচ্ছে। সোমবার বিচারপতি সঞ্জয় কিসান কউলের বেঞ্চে মামলাটির শুনানিতে আদালত প্রশ্ন তোলে, “তদন্তের প্রয়োজনে বার বার সমন দিন। সুপ্রিম কোর্টের আগের নির্দেশ মতো তদন্ত করতে বাধা কোথায়?” অভিষেক-পত্নী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছে কেন এবং তাঁর নামে লুক আউট নোটিশ জারি করা হয়েছিল কেন, ইডির কাছে জানতে চায় শীর্ষ আদালত।

আরও পড়ুন:  Primary Posting Scam : পোস্টিং মামলায় সিবিআই তদন্ত নয়! স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে শুক্রবার বিচারপতি সঞ্জয় কিসন কউল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। ইডির তরফে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটির জেনারেল ও রুজিরার তরফে আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন। সওয়ালের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করা থাকলে তা প্রত্যাহার করে নিতে ইডি-কে নির্দেশ দেয় শীর্ষ আদালত।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ