Jyotipriyo Mallik : দিলদরিয়া বাকিবুর! ন’কোটি টাকা ঋণ জ্যোতিপ্রিয়ের স্ত্রী এবং কন্যাকে

Jyotipriyo Mallik : দিলদরিয়া বাকিবুর! ন'কোটি টাকা ঋণ জ্যোতিপ্রিয়ের স্ত্রী এবং কন্যাকে

দিলদরিয়া রেশন মামলায় ধৃত বাকিবুর! ইডির দাবি, তিনি নাকি সুদ ছাড়াই ন’কোটি টাকা ঋণ দিয়েছিলেন জ্যোতিপ্রিয়ের স্ত্রী এবং কন্যাকে। এমনকি, সেই ঋণের জন্য বন্ধক হিসাবেও কিছু ছিল না। সুদ ছাড়া এই টাকা ধারের নেপথ্য কাহিনী জানতে জেলে গিয়ে বাকিবুরকে জেরা করবে ইডি।

রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন ব্যবসায়ী বাকিবুর রহমান। শনিবার সেই মামলায় বাকিবুরকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়। সেখানেই ইডি দাবি করে, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ঐ ব্যবসায়ী কোনও রকম সুদ বা বন্ধক ছাড়াই মোট নয় কোটি টাকা মন্ত্রীর স্ত্রী, কন্যাকে ঋণ হিসাবে দিয়েছেন। এই বিষয়ে বাকিবুরকে জেরা করতে জেলে গিয়ে জেরার অনুমতি প্রার্থনা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালত সেই অনুমতি দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দাবি, ভুয়ো কৃষকদের নামে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে ধানের সহায়ক মূল্যের টাকা আত্মসাৎ করেছেন বাকিবুর। রেশনের চালের টাকাও নয়ছয় করার অভিযোগ আনা হয়েছে। ২২ নভেম্বর পর্যন্ত বাকিবুরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন:  বামেদের ভোট দিতে আবেদন বিজেপি নেতার

 

আরও পড়ুন:  বাংলায় এগিয়ে কারা? রহস্য লুকিয়ে ১৬ আসনে

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ