Neymar Operation : নেইমারের অস্ত্রোপচার ব্রাজিলে, মাস কয়েক মাঠের বাইরে তারকা

Neymar Operation : নেইমারের অস্ত্রোপচার ব্রাজিলে, মাস কয়েক মাঠের বাইরে তারকা

ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার (Neymar) চোটের কারনে কয়েক মাস মাঠের বাইরে থাকবেন। গত মাসে জাতীয় দলের খেলা চলাকালীন চোট পেয়েছিলেন নেইমার। বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। বৃহস্পতিবার তার অস্ত্রোপচার হয়েছে ব্রাজিলে।

ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের খেলাই, উরুগুয়ের মিডফিল্ডার নিকোলাসের সাথে সংঘর্ষে চোট পেয়েছিলেন নেইমার। সংঘর্ষের পরেই কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গিয়েছিলো নেইমারকে। পরবর্তীকালে মেডিক্যাল পরীক্ষার পর জানা যায় যে বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। বৃহষ্পতিবার ব্রাজিলের বেলো শহরের হাসপাতালে অপারেশন হয়েছে। অপারেশন করেন জাতীয় দলের ডাক্তার রদ্রিগো লাসমার।

এর আগেও লাসমার নেইমারের অপারেশন করেছিলেন। সেইবার তার পায়ের চোট লেগেছিল। আগষ্ট মাসেই সৌদি আরবের ক্লাব আল হিলাল এসএফসিতে(Al Hilal SFC) যোগ দিয়েছিলেন নেইমার। তার কয়েক মাসের মধ্যেই এই চোট তাঁকে আগামী বেশ কয়েক মাসের জন্য ছিটকে দিলো ফুটবল থেকে।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ