BRAKING NEWS

‘প্রাথমিকে ৭ লাখ, উচ্চ প্রাথমিকে ৮ লাখ করে টাকা তুলেছে এজেন্টরা’, দাবি ইডি সূত্রের

‘প্রাথমিকে ৭ লাখ, উচ্চ প্রাথমিকে ৮ লাখ করে টাকা তুলেছে এজেন্টরা’, দাবি ইডি সূত্রের, GNE BANGLA

নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ। হাইকোর্টে চলছে শুনানি। ইতিমধ্যে তাঁর ১০০ কোটির সম্পত্তি থাকার দাবি অস্বীকার করেছেন কুন্তল। তারই মধ্যে সামনে এলো নতুন তথ্য। ২৫ জন এজেন্ট মারফত চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করতো কুন্তল, এমনই দাবি ইডি সূত্রের।

ইডির তরফে প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তল ঘোষের বক্তব্য রেকর্ড করা হয়েছে৷ ইডি সূত্রে জানা গিয়েছে, সারা রাজ্যে মোট ২৫ জন এজেন্টের নাম পাওয়া গিয়েছে যারা চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করতো। সূত্রের আরও দাবি, এই এজেন্টরা প্রাথমিকে ৭ লাখ, উচ্চ প্রাথমিকে ৮ লাখ করে টাকা তুলেছে প্রার্থীদের কাছ থেকে। জানা গিয়েছে, উচ্চ প্রাথমিকের প্যানেল হাইকোর্ট বাতিল করে দেওয়ার পরেও আদালত মারফত সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেও অনেকের কাছ থেকে ১ থেকে ২ লাখ টাকা করে নেওয়া হয়েছিল। ইডি সূত্রে দাবি, তদন্ত অনু্যায়ী কারা টাকা দিয়েছে, কাদের নাম মেধা তালিকায় উঠেছে তার তথ্য সংগ্রহ করে বিস্তারিত ভাবে আদালতে পেশ করা হবে।