Partha Chatterjee: এইমসে উল্টোপুরান! ভর্তি নেওয়া হল না মন্ত্রীমশাইকে

Partha Chatterjee: এইমসে উল্টোপুরান! ভর্তি নেওয়া হল না মন্ত্রীমশাইকে

এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য গ্রেপ্তার হওয়ার দিন যেতেই ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি নেওয়া হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ব্যাঙ্কশাল কোর্টের রায়ের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে রবিবার কলকাতা হাইকোর্টে যায় ইডি। ভুবনেশ্বর এইমসে পার্থর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয় আদালত। সেইমত সোমবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে এসএসকেএম এর চিকিৎসক ও ইডি আধিকারিকদের তত্বাবধানে কলকাতা থেকে ভুবনেশ্বর নিয়ে আসা হয় রাজ্যের বর্তমান শিল্প মন্ত্রীকে। সেখানেই এমস পার্থের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছে, তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হবে না।

আরও পড়ুন:  উচ্চ প্রাথমিকে নিয়োগ বন্ধ, স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আইনজীবীকে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট সোমবার বিকেল তিনটার মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো সোমবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর। পার্থের শারীরিক পরীক্ষার রিপোর্ট দিয়েছে ভুবনেশ্বরের এমস। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের চার-পাঁচ রকমের নিয়মিত সমস্যা থাকলেও তা গুরুতর নয়। ওষুধ চলছে কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। চার সদস্যের মেডিক্যাল বোর্ড সোমবার বিকেল তিনটের মধ্যে এই রিপোর্ট দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ