Mamata Banerjee: “ভোগ করার জন্য রাজনীতি করি না”, সরকারি অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জবাব

Mamata Banerjee: "ভোগ করার জন্য রাজনীতি করি না", সরকারি অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জবাব

রাজ্য সরকারের বঙ্গবিভূষন ও বঙ্গভূষন সম্মান প্রদানের সরকারি অনুষ্ঠানের মঞ্চে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে রাজনৈতিক বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ভোগ করার জন্য আমি রাজনীতি করি না।” এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্যের হাসপাতাল ছেড়ে এইমস ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার পিছনে ‘কেন্দ্রের ছোঁয়া’ আছে কিনা সেই বিষয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

সোমবার নজরুল মঞ্চে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “সারাজীবন আমি রাজনীতি জীবন ভোগ করার জন্য করিনি। আমার ধারণা ছিল রাজনীতি মানে ত্যাগ। সারাজীবন রাজনীতি করেছি দেশসেবার জন্য।” তিনি বলেন, “রাজনীতিকদের মধ্যেও পার্থক্য থাকে। স্কুলে কি সব পড়ুয়া কি একরকম হয়? এক গাছে কি কলা আর আপেল হয়? আম আর আমড়া হয়? অন্যায়কে আমি সমর্থন করি না। দুর্নীতিকে সমর্থন করা আমার জীবনের নেশাও নয়, পেশাও নয়।”

কয়েকটি রাজনৈতিক দলের জন্য তিনি ‘দুঃখিত, মর্মাহত’ বলে উল্লেখ করে ব্যাখ্যা দেন, “আমি জ্ঞানত কোনও অন্যায় করি না। আমি না জেনে কোনও অন্যায় করে থাকলে, ভুল সংশোধনের সুযোগ চাইব। ক্ষমা চাইব। কিন্তু কোনও এক মহিলাঘটিত ব্যাপারে যেভাবে আমার ছবিতে কালি ছেটানো হচ্ছে, তারা যেন মনে রাখে আমার হাতেও আলকাতরা আছে।” মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “বিচারের আগেই কাঁটাছেড়া কেন? বিচারের আগেই বিচার কেন? আমি পুজোয় যাই। উদ্যোক্তারা যদি কাউকে ডেকে রাখে, সে যদি মঞ্চে থাকে, তাকে যদি আমি না চিনি, তাহলে আমার কী করার আছে?”

বিজেপি ও সিপিআইএম নামে কুৎসা ছড়াচ্ছে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, কেউ চোর, কেউ ডাকাত হলে তৃণমূল রেয়াত করে না। “যে মহিলার বাড়িতে টাকা উদ্ধার হয়েছে, দলের সাথে তার কোনও সম্পর্ক নেই” বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ