Arjun Singh : মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে আস্থা প্রকাশ অর্জুনের, রাজনৈতিক মহলে জল্পনা বৃদ্ধি

Arjun Singh : মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে আস্থা প্রকাশ অর্জুনের, রাজনৈতিক মহলে জল্পনা বৃদ্ধি

পাট শিল্পে কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে প্রকাশ্যে এসেছে বিজেপি সাংসদ অর্জুন সিং ও বিজেপির ফাটল। বিভিন্ন বৈঠকের পরেও অর্জুনের তরফে কোন সদর্থক পদক্ষেপ মেলেনি। এবার আন্দোলনের প্রস্তুতি নিয়ে জানিয়ে প্রধানমন্ত্রীকে এবিষয়ে দেওয়া মুখ্যমন্ত্রীর চিঠিতে সন্তোষ প্রকাশ করলেন তিনি।

অর্জুন সিং এর বক্তব্য, “আমি তো মুখ্যমন্ত্রীকে সর্বপ্রথম চিঠি দিয়েছিলাম। ওনার আগে থেকেই ভূমিকা ছিল। উনি তো আগে থেকেই চিঠি দিয়েছিলেন। চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। আমরা অনেকটা সন্তুষ্ট যে উনি পদক্ষেপ নিয়েছেন।” তিনি আরও জানিয়েছেন, “৯ তারিখের মধ্যে যদি কোনও সিদ্ধান্ত না নেওয়া হয়, সেক্ষেত্রে আমাকে কেউ আন্দোলন থেকে আটকাতে পারবে না।”

আরও পড়ুন:  Kharagpur: স্কুলের নির্বাচন হেরে ব্যালট পেপার লুটের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যারাকপুরের সাংসদ মুখ খোলার পরেই কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে বৈঠক হয় তাঁর। এরপর কেন্দ্রীয় বস্ত্রসচিবের সঙ্গেও বৈঠক করেন কিন্তু কোন সমাধান সূত্র মেলেনি। অর্জুন স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি ললিপপে সন্তুষ্ট নন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ