জল কমালো কংসবতী জলাধার, ছাড়া হল ৫ হাজার কিউসেক জল

জল কমালো কংসবতী জলাধার, ছাড়া হল ৫ হাজার কিউসেক জল

জলাধারের চাপ আগাম কমাতে বাঁকুড়ার কংসবতী জলাধার থেকে ৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে সেচ দফতর সূত্রে। মঙ্গলবার দুপুর ২:৩০ টে নাগাদ এই জল ছাড়া হয় বলে খবর।

আরও পড়ুন:  “পশ্চিমবঙ্গ জেহাদিদের জায়গা হবে নাহলে ডবল ইঞ্জিন সরকার হবে”, তৃণমূল-সিপিএমকে আক্রমণ শুভেন্দুর

আগাম নিম্নচাপের সতর্কতা রয়েছে। ফলে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সে ক্ষেত্রে আগাম সতর্কতা হিসেবে জলাধারের জল কমানো হয়। সেই কারণেই কংসবতী জলাধারের জল মঙ্গলবার কমানো হয়েছে বলে জানা গিয়েছে। কংসবতী জলাধারের জলের উচ্চতা ৪৩৪ ফুট। বর্তমানে জলাধারে ৪২৩.২০ ফুট জল রয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ