Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে গত কয়েকদিনের মতো আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

* পুজোপ্রেমীদের চমকে দিল কলকাতার বড়িশা প্লেয়ার্স কর্নার। এবার এই পুজোর থিমের সঙ্গে জড়িয়ে থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন। ক্লাবের যুগ্মসচিব শুভম মিত্র সংবাদ প্রতিদিন ডিজিটাল-কে জানান, “মহারাজদা পঞ্চাশ বছরে পা রেখেছেন। আমরা পাড়ার ছেলেরা তাই তাঁকে এভাবেই সম্মান জানানোর পরিকল্পনা করেছি। আপাতত একটি টিজার প্রকাশ্যে এনে পুজোর থিমের খানিকটা আভাস দেওয়া হল। আগামী দিনে আরও তথ্য সামনে আনা হবে।” তিনি এও জানান, থিমের পুরোটাই শুধু সৌরভকে নিয়ে না হলেও থিমের অংশ অবশ্যই সৌরভ।

* ইদ উপলক্ষে রেডরোডের নমাজপাঠ অনুষ্ঠান থেকে নাম না করে বিজেপি-কেও একহাত নেন মমতা। বলেন, “এই মুহূর্তে দেশের পরিস্থিতি ঠিক নেই। বিভাজনের রাজনীতি চলছে। তার মধ্যেও কথা দিচ্ছি, যত দিন বাঁচব, হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান, সকলের জন্য লড়ব। মানুষের জন্য, মানবিকতার জন্য, ন্যায় বিচারের জন্য আত্মবলিদান দিতেও প্রস্তুত আমি। কিন্তু চোখরাঙানির সামনে মাথা নোয়াব না।”

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৬/১১/২০২২

* গত লোকসভাবিধানসভা নির্বাচনে শূন্য হয়ে যাওয়া সিপিএম রাজনৈতিক দল হিসেবেও চার নম্বরে চলে গিয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পুরসভা নির্বাচনে ও সম্প্রতি শেষ হওয়া বালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে দু’নম্বর স্থান অধিকার করেছে। আসানসোল লোকসভা উপ নির্বাচনেও ভোট বাড়িয়েছে দল। এ বার এই ধারা বজায় রেখেই আগামীতে ভোটগুলিতে প্রধান বিরোধী দল হওয়ার লক্ষ্যই ঘুটি সাজাচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট। দলীয় সূত্রে খবর, ভোটে বারবার খারাপ ফল করায় দলের একটা বড় অংশের সমর্থন বিজেপিতে গিয়েছিল। আরেকটা অংশ নিস্ক্রিয় হয়ে বসে গিয়েছিল। বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর সেই অংশটা ফেরানোর চেষ্টায় সাফল্য মেলে। সেই সাফল্য দলীয় কর্মীসমর্থকদের মধ্যে ফের উৎসাহ দেখা যায়। মূল্যবৃদ্ধি, আনিসকাণ্ড-সহ বেশকিছু আন্দোলনেও সারা পাওয়া যায়। যার ফল ইভিএমে মিলেছে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২২/১১/২০২২

* বহরমপুরে নারকীয় হত্যাকাণ্ড নিয়ে ট্যুইটারে রাজ্য সরকারকে সমালোচনা করে শুভেন্দু অধিকারী লিখলেন, “পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার অবনতির চরম নিদর্শন। আততায়ীদের মনে প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রয়েছে যে এমন গর্হিত অপরাধ করার সময় বাধাপ্রাপ্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই। এই রাজ্যে অস্ত্র জোগাড় করা ভুসিমাল দোকান থেকে মাল নেওয়ার মতোই সহজ।

* নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি এবং দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির বলেন যে ওয়াইড এবং হাই নো বলগুলিও ডিআরএসের আওতায় আসা উচিত, কারণ আইপিএল ২০২২-এর ৪৭ তম ম্যাচের আম্পায়ার কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচে শুরু হয়েছে নতুন বিতর্ক। শেষ দুই ওভারে ১৮ রান ডিফেন্ড করে, রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন সোমবার শেষ ওভারে আম্পায়ার নীতিন পণ্ডিতের কাছ থেকে একটি বিস্তৃত কলের কারণে বিরক্ত হয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ