Panchayet Election : পঞ্চায়েত ভোট নিয়ে মামলার পাহাড়, সোমবার ৭৩টি মামলার শুনানি হাইকোর্টে

Panchayet Election : পঞ্চায়েত ভোট নিয়ে মামলার পাহাড়, সোমবার ৭৩টি মামলার শুনানি হাইকোর্টে

রাজ্যে সদ্য হয়েছে পঞ্চায়েত নির্বাচন। বহু বুথে পুনরায় নির্বাচনের পর গণনা ও ফলাফল ঘোষণাও সমাপ্ত। কিন্তু পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে কলকাতা হাইকোর্টে তা নিয়ে হয়েছে একের পর মামলা। উঠেছে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ। মামলার দায়ের ভোট প্রক্রিয়া চলাকালীন অব্যাহত ছিল। ভোট প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পরেও দায়ের হয়েছে বহু মামলা। তাৎপর্যপূর্ণ ভাবে আগামী সোমবার কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন নিয়ে দায়ের হওয়া ৭৩টি মামলার শুনানি হতে চলেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  Primary Posting Scam : বদলি অনিয়ম মামলায় ৩০ জন প্রাথমিক শিক্ষককে তলব সিবিআই-এর

হাইকোর্টের সোমবারের মামলার শুনানির তালিকা অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রায় ৭৩টি মামলার শুনানি ঐদিন। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের যৌথ বেঞ্চে রয়েছে প্রায় ২৬টি জনস্বার্থ মামলা। পঞ্চায়েত ভোটে হিংসা, অশান্তি, কারচুপির অভিযোগ সংক্রান্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলার শুনানি রয়েছে তার মধ্যে। এই মামলার নির্দেশের উপরে পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে। এছাড়া অন্যতম গুরুত্বপূর্ণ মামলা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর ভোটে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সংক্রান্ত আবেদন।

আরও পড়ুন:  Primary Posting Scam : পোস্টিং মামলায় সিবিআই তদন্ত নয়! স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

সেই সঙ্গে বিচারপতি অমৃতা সিংহের একক বেঞ্চে রয়েছে ২৮টি মামলা। গণনাকেন্দ্রের বাইরে ব্যালট পেপার উদ্ধার হওয়া, ভুয়ো ব্যালট, ভোট বাতিল, ছাপ্পা ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাগুলি রয়েছে বিচারপতি সিনহার বেঞ্চে। এছাড়াও বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে রয়েছে ১৬টি মামলা। তার মধ্যে ভোট পরবর্তী হিংসা, বিরোধীদের উপর আক্রমণ, পুলিশের অতিসক্রিয়তা, নিরাপত্তার আবেদন সংক্রান্ত মামলা রয়েছে। ফলে সোমবার দিনটি রাজ্যের রাজনৈতিক প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হতে চলেছে।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ