Breaking news 14/5/2022 3 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 14/5/2022 3 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৬ মে সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বাকি জেলায় এই দু’দিন বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিও। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।

* গত বছর একাধিকবার ত্রিপুরা সফরে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সীতার পাতাল প্রবেশের কথা তুলে ধরে তাঁর মানসিক যন্ত্রণার কথা বলেছিলেন কুণাল ঘোষ। তাঁর দাবি ছিল, ‘জয় সীতারাম’ স্লোগানকে বিকৃত করে বা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ‘সীতা’কে বাদ দিয়ে ‘জয় শ্রীরাম’ করা হয়েছে। তৃণমূল নেতা অভিযোগ করেন, ‘রামরাজ্যে’ অপমানিত সীতা’। তৃণমূল নেতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে। মোট পাঁচটি পৃথক মামলা করে ত্রিপুরা পুলিশ। এবার এই মামলাতেই চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিশ। কুণাল ঘোষকে আগামী ৩০ মে সকালে এজলাসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৫/১১/২০২২

* ফের প্রকাশ্যে হাসপাতালের বড়সড় আর্থিক কেলেঙ্কারি। এবারের ঘটনাস্থল কাটোয়া মহকুমা হাসপাতাল। সেখানে বিরিয়ানি বাবদ বিল এল ৩ লক্ষ টাকা! সেই হাসপাতালের বাগানে আবার চারাগাছের বিল ২ লক্ষ টাকা। কাটোয়া মহকুমা হাসপাতালে এমন ভূতুড়ে বিলের অঙ্ক কোটি টাকার কাছাকাছি। রোগী কল্যাণ সমিতি জানিয়েছে, দ্বিতীয়বার বিল পরীক্ষায় গরমিল ধরা পড়লে ঠিকাদারদের বিরুদ্ধে এফআইআর দায়ের হবে। ঠিকাদারদের পাল্টা প্রশ্ন, বিল ভুয়ো হলে তাতে কী করে ওয়ার্ক ডান বলে সই করল হাসপাতাল কর্তৃপক্ষ? রোগী কল্যাণ সমিতির সভাপতি জানিয়েছেন, কোনও অন্যায় হলে তার শাস্তি হবেই। বিষয়টি এখনও হাসপাতালের মধ্যেই সীমাবদ্ধ। তবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন সুপার। সমস্যা সমাধানের তাদের সাহায্য চাইতে পারেন।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৬/১১/২০২২

* দলে থেকেই ‘বেসুরো’ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। সূত্রের খবর, শুক্রবার দুই সাংসদের ‘মনের কথা’ জানতেই বৈঠক করেন শুভেন্দু অধিকারী।

* গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার ৷ দেশের মধ্যে মুদ্রাস্ফীতিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের ৷ এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷

* চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটসম্যান আম্বাতি রায়ডু শনিবার আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। রায়ডু টুইট করে তার ভক্তদের এই তথ্য দিলেও কিছুক্ষণ পর তিনি তার টুইট মুছে দেন। রায়ডুর টুইট ডিলিট করার পর ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে চেন্নাই সুপার কিংসের দলে সব ঠিক আছে তো? আইপিএল ২০২২-এ চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স হতাশাজনক। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিএসকে ইতিমধ্যেই ১২ টি ম্যাচের মধ্যে ৮টি ম্যাচ হেরে প্লে অফের রেস থেকে বাদ পড়েছে, তাই এই লক্ষণগুলিকে খেলোয়াড়রা ভাল বলে মনে করছেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ