Breaking news 15/7/2022 6 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 15/7/2022 6 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

সোমবার শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। তার দুদিন আগেই এই নির্দেশিকা জারিতে ক্ষুব্ধ বিরোধীরা। সংসদের সচিবালয় থেকে জারি করা নির্দেশিকার মাধ্যমে জানানো হয়েছে এবার সংসদ চত্বরে কোন বিক্ষোভ ধরনা অনশন বা কোন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা যাবে না। বিরোধীদের অভিযোগ সরকারের মুখ রক্ষা করতেই এই পদক্ষেপ করেছে মোদি সরকার। কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং রাজ্যসভায় কংগ্রেসের চিফ হুইপ জয়রাম রমেশ টুইটে কড়া ভাষায় এই নির্দেশিকাকে আক্রমণ করেন। নিন্দা করেছে তৃণমূল, সিপিএমও। সংসদের ভিতরে এবং বাইরে বিক্ষোভ অবস্থান নতুন নয়। ইউপিএ জমানাতাও প্রায়ই তখনকার বিরোধী দল বিজেপি কথায় কথায় বিক্ষোভ করত। পরে বাইরে এসে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করত সরকারি বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে। এনডিএ আমলে সংসদ চত্বরে সেই অবস্থান, ধরনার তীব্রতা বেড়েছে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৯/১১/২০২২

ওড়িশা উপকূলে নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্য এখনও সতর্ক বার্তা জারি রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তেমন বর্ষণের সম্ভাবনা নেই। হালকা বর্ষণই হবে। গতকাল যদিও ওড়িশা উপকূলে নিম্নচাপের কারণে উপকূলবর্তী জেলাগুলোয় বৃষ্টি বেশি হয়েছে। দুই মেদিনীপুরে বৃষ্টির দাপট বেশি ছিল গতকাল। তবে শুক্রবার তেমন দাপট থাকবে না বর্ষার। আবারও বৃষ্টি বাড়তে চলেছে উত্তরবঙ্গে। মালদা ও দুই দিনাজপুর ছাড়া বাকি ৫ জেলাতেই বৃষ্টির পরিমাণ ১৮ তারিখ থেকে বাড়তে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৮/১১/২০২২

দমদম লোকসভা কেন্দ্রে বিজেপিপ্রাথমিক প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ২১ জুলাই কলকাতায় আসছেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ২৩ জুলাই পর্যন্ত কলকাতায় থাকবেন তিনি। সূত্রের খবর, দমদম কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ