Breaking news 23/5/2022 12 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 23/5/2022 12 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ
  • ফের অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠালো সিবিআই৷ এবার ভোট পরবর্তী অশান্তির মামলায় হাজিরা দেওয়ার জন্য অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছে সিবিআই৷ আগামীকাল দুপুর ১টায় সিজিও কমপ্লেক্সে তলব করে ফের তাঁকে নোটিস পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

  • আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি আজ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও।

  • এসএসসি নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষাসচিব মণীশ জৈনের সঙ্গে কথা বলতে পারেন। সোমবার দুপুরে রাজভবনে তাঁদের ডেকে পাঠানো হয়েছে। জগদীপ ধনখড় নিজে টুইট করে এ কথা জানিয়েছেন।

  • অর্জুনের দল ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব অনুপম। টুইটে নাম না করে বঙ্গ বিজেপি নেতৃত্বকে তোপ দাগলেন অনুপম হাজরা। অনুপম হাজরা এদিন টুইট করে লিখেছেন, “কেউ দল ছাড়লেই “এতে কোনও ক্ষতি হবে না” বা “গুরুত্ব দিতে নারাজ” বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে “ক্ষতি যে কিছুটা হয়ে গেল” সেটা মানতে শেখা দরকার বা কেন বারবার ছেড়ে যাচ্ছে সেটা বিশ্লেষণ করা দরকার!!! কিন্তু কেউ নিতান্তই নিজের ব্যক্তি-স্বার্থ-চরিতার্থ করার বা নিতান্তই ধান্দাবাজির জন্য অন্য দলে গেলে, সেটাকে গুরুত্ব না দেওয়াই ভাল!!! বাস্তবটাকে অস্বীকার করে কোনও লাভ নেই, কারণ বর্তমান পরিস্থিতিতে যেখানে একটা কাউন্সিলর সিট জিততে কালঘাম ছুটে যাচ্ছে, সেখানে কাউন্সিলরের যথেষ্ট উপরের পদমর্যাদাসম্পন্ন কেউ ছেড়ে গেলে নিঃসন্দেহে তা দলের ক্ষতি!!!

  • পাঞ্জাব কিংস একটি জয় দিয়ে আইপিএল ২০২২ শেষ করেছে। শেষ লিগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে পাঞ্জাব দল। এই ম্যাচ চলাকালীন, পাঞ্জাব কিংসের ওপেনার শিখর ধাওয়ান টুর্নামেন্টের ইতিহাসে ৭০০ বাউন্ডারি হাঁকানো প্রথম খেলোয়াড় হয়ে একটি নতুন রেকর্ড গড়েন। ধাওয়ানের বর্তমানে বাউন্ডারির সংখ্যা ৭০১ টি। তাই নয়, এখনও পর্যন্ত কোনও ব্যাটসম্যানই এই লিগে ৬০০টি চার মারতে পারেননি, তবে ধাওয়ানের চারের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এটা একজন ব্যাটসম্যানের জন্য বড় ব্যাপার।ধাওয়ান এখন পর্যন্ত ২০৬ আইপিএল ম্যাচের ২০৫ ইনিংসে ৬২৪৩ রান করেছেন, যার মধ্যে ২৮০৪ রান এসেছে শুধুমাত্র চারের সাহায্যে। দুই নম্বরে সবচেয়ে বেশি চার মারার ক্ষেত্রে বিরাট কোহলির নাম রয়েছে, তৃতীয় স্থানে রয়েছে ডেভিড ওয়ার্নার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ