Breaking news 30/7/2022 5:30 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 30/7/2022 5:30 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি ঘিরে তোলপাড় গোটা রাজ্য। এই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নেমেছে বিরোধীরা। শনিবার ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান তুলে হাজরা মোড়ে জড়ো হয়েছিলেন বিজেপি কর্মীরা। কর্মসূচি শুরুর আগেই সুকান্ত মজুমদারকে রীতিমতো হাইজ্যাক করে পুলিশ তুলে নিয়ে যায় বলে গেরুয়া শিবিরের অভিযোগ। বিজেপির রাজ্য সভাপতিকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। বিজেপির দাবি, সুকান্ত মজুমদার-সহ ৩০ জন নেতা, কর্মীকে আটক করা হয়েছে।

এসএসসি’র আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অভিষেক বন্দোপাধ্যায়। আন্তরিকভাবে নিয়োগের এই জট খোলার চেষ্টা করছেন তিনি। টেট প্রার্থীরাও সমাধানের আশায় ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ের সামনে অবস্থানে বসেছিলেন। এরপর আজ পুলিস তাঁদের প্রিজনভ্যানে তোলে। উঠিয়ে দেওয়া হয় বিক্ষোভ। কয়েক জনকে প্রায় চ্যাংদোলা করে ভ্যানে তুলতেও দেখা যায়। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘অভিষেক চেষ্টা করছে কীভাবে সমস্যার সমাধান করা যায়। আর একটু সময় দিন। যাদের দেখা করার আছে তারা স্মারক লিপি জমা দিন।’ কুণাল আরও বলেন, ‘নিয়োগের বিষয়টা খুবই জটিল প্রক্রিয়া। তাই সেই জটিলতা কাটিয়ে উঠতে বেশ কিছুটা সময় লাগবে। তবে অভিষেক একটা প্রক্রিয়া শুরু করেছেন। নবম দশম বা প্রাথমিক সবই আলাদা। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করার পর আবার বৈঠক করা হবে’ বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৬/১১/২০২২

২০২২ কমনওয়েলথ গেমসে ভারতের ঘরে প্রথম পদক এনে দিলেন ভারোত্তোলক সঙ্কেত সরগর ৷ পুরুষদের ৫৫ কেজি বিভাগে শনিবার দেশকে রুপোর পদক দিলেন মহারাষ্ট্রের এই ভারোত্তোলক। তৃতীয় প্রচেষ্টাটার সময় তিনি সামান্য চোট পেয়েছিলেন। সেই কারণে সংকেত সোনার পদক জিতে পারলেন না অল্পের জন্য। স্ন্যাচে সর্বোচ্চ ১১৩ কেজি ভার তোলেন সঙ্কেত মহাদেব। এবং জার্কে ১৩৫ কেজি তুলে সঙ্কেতের কাছ থেকে গোল্ড মেডেল ছিনিয়ে নেন মালয়েশিয়ার মহম্মদ অনিক। সোশ্যাল মিডিয়া শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছেন সঙ্কেত। এই সেলিব্রেশন স্বাভাবিক। কারণ তাঁর সৌজন্যেই ভারত চলতি কমনওয়েলথে পদকের খাতা খুলতে পারল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ