Duyare Police: সহায় প্রকল্পের মাধ্যমে এবার ঝাড়গ্ৰাম জেলা পুলিশের নতুন উদ্যোগ দুয়ারে পুলিশ

Duyare Police: সহায় প্রকল্পের মাধ্যমে এবার ঝাড়গ্ৰাম জেলা পুলিশের নতুন উদ্যোগ দুয়ারে পুলিশ

আগেই দেখেছেন রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প, এবার ‘দুয়ারে পুলিশ’।কোন সমস্যা, অপরাধ কিংবা অভিযোগের জন্য আর দৌড়াতে হবেনা থানায়‌।বাড়িতেই প্রয়োজনে পৌঁছে যাবেন পুলিশ আধিকারিকরা। সহায় কর্মসূচির মধ্য দিয়ে ঝাড়গ্ৰাম জেলা পুলিশের এই উদ্যোগের আত্মপ্রকাশ ঘটল। অভিনব এই কর্মসূচির শনিবার উদ্বোধন হল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের মানগোবিন্দপুরে।মানগোবিন্দপুরের একটি বেসরকারি রিসর্ট প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা। পুলিশ সুত্রে জানা গেছে,এই কর্মসূচির অঙ্গ হিসাবে গ্রাম পঞ্চায়েত এলাকায় হবে সহায় শিবির। তাঁর জন্য পুলিশ কর্মীদের বেশ কয়েকটি মোটর বাইক দেওয়া হল। মানুষের প্রয়োজনে যে সমস্ত জায়গায় পুলিশের গাড়ি পৌঁছাবেনা সেখানে বাইকে করে পৌঁছে যাবেন পুলিশ আধিকারিকরা।হবে সমস্যার সমাধান। পাশাপাশি এদিনের কর্মসূচি থেকে স্কুলের ছাত্র ছাত্রীদের বিতরণ করা হল পড়াশোনার সামগ্রী। পুলিশ শিবির করে সহায় কর্মসূচির মাধ্যমে পরিষেবা দেওয়ার পাশাপাশি সাইবার ক্রাইম, পথ দুর্ঘটনা, সেফ ড্রাইভ সেভ লাইফ সহ বিভিন্ন দিক নিয়ে সচেতনতা মূলক প্রচার চালাবে বলে জানা গেছে। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সহায় প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃখগেন্দ্রনাথ মাহাত, ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার উওম ঘোষ, ডিএসপি সব্যসাচী ঘোষ, সাঁকরাইল থানার ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি ,সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ কমলকান্ত রাউৎ সাঁকরাইল ব্লকের বিডিও রথিন বিশ্বাস
সিআই মুকুল মিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ