Justice Gangopadhyay : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের “ভাইপো” শব্দ উল্লেখ, উত্তাল রাজ্য রাজনীতি

Justice Gangopadhyay : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের "ভাইপো" শব্দ উল্লেখ, উত্তাল রাজ্য রাজনীতি

সাম্প্রতিক কালে বিভিন্ন বিচারবিভাগীয় ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) নাম বার বার উঠে এসেছে। গত শুক্রবার হাইকোর্টের কোভিডের ফলে মৃত্যু ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “কে একটা ভাইপো আছে, তার কোটি বাড়ি। কোথা থেকে আসে এতো টাকা?” যদিও নিজের মন্তব্যে কোনও নাম উল্লেখ করেননি তিনি। কিন্তু এই মন্তব্যকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তর্ক বিতর্ক।

আরও পড়ুন:  Ghatal : রণক্ষেত্র ঘাটাল, প্রধানকে মারধরের অভিযোগ, নিয়ন্ত্রণে র‍্যাফ

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি বিচারপতিকে উদ্দেশ্য করে স্পষ্ট ভাবে বলেছেন, “ক্ষমতা থাকলে ইস্তফা দিন, রাজনীতিতে আসুন। বিচারব্যবস্থাকে আপনি কলঙ্কিত করছেন।” অন্যদিকে বিষয়টি নিয়ে প্রধান বিরোধী দল বিজেপির নেতারাও মুখ খুলেছেন। তাঁরা কুনাল ঘোষকে তীব্র ভাবে কটাক্ষ করেছেন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ