- Advertisement -
পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হজে গিয়েছিলেন সৌদি আরবের মক্কায়। অদ্ভুত ভাবে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর কুমারজোলে জমা পড়ে যায় তাঁর মনোনয়ন। যা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। ইতিমধ্যে সেই তৃণমূল প্রার্থী মইনুদ্দিনের মনোনয়ন বাতিল ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। এবার মনোনয়ন জমা দেওয়া মইনুদ্দিন গাজিকে ভবানী ভবনে তলব করলো সিআইডি।
জানা গিয়েছে, মইনুদ্দিনের নামের প্রস্তাবক-সহ মোট সাত জনকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। তাঁদের মধ্যে মিনাখাঁর বিডিও ছাড়াও ছিলেন বিডিও অফিসের ৪ জন কর্মচারী। এবার আগামী ১ আগস্ট মইনুদ্দিনকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।