Dilip Ghosh : পদচ্যুত দিলীপ ঘোষ, দলের পদ থেকে অপসারিত সাংসদ

Dilip Ghosh : পদচ্যুত দিলীপ ঘোষ, দলের পদ থেকে অপসারিত সাংসদ

বিজেপি-র দলীয় সর্বভারতীয় সহ-সভাপতির পদ হারালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হওয়ার আগে দিলীপকে দলের রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে সুকান্ত মজুমদারকে সেই স্থলাভিষিক্ত করা হয়েছিল।

শনিবার সকালে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা নতুন কমিটি ঘোষণা করেছেন। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে তাতে দিলীপ ঘোষের নাম অনুপস্থিত। দিলীপের অনুগামীদের তরফে বক্তব্য, লোকসভা ভোটের দিকে তাকিয়ে সাংসদ যাতে নিজের নির্বাচনী এলাকায় বেশি করে সময় দিতে পারেন তাই দলীয় পদ থেকে সরানো হয়েছে। কিন্তু তিন সাংসদ ছত্তিশগড়ের সরোজ পাণ্ডে, উত্তরপ্রদেশের রেখা বর্মা, লক্ষ্মীকান্ত বাজপেয়ী দলের সর্বভারতীয় সহ-সভাপতি পদে রয়েছেন।

আরও পড়ুন:  Mohonpur Bridge : দ্বিতীয় মোহনপুর সেতুর ভবিষ্যৎ নিয়ে তরজা! “ঠেকনা দিয়ে সেতু-সরকার চলছে”, কটাক্ষ দিলীপের

অন্যদিকে অসমর্থিত মত, দলীয় অনুশাসনের বাইরে গিয়ে দিলীপ ঘোষের একাধিক বার বিভিন্ন মন্তব্যের কারণেই এই পদক্ষেপ। যদিও আরএসএস থেকে বিজেপির সংসদীয় রাজনীতিতে আসা দিলীপ বিজেপির পশ্চিমবঙ্গে সবচেয়ে সফল রাজ্য সভাপতি। লোকসভা ও বিধানসভা নির্বাচনে রাজ্যে তুলনামূলক ভালো ফল করে বিজেপি। তিনি নিজেও প্রথমে বিধায়ক ও পরে সাংসদ হন।

আরও পড়ুন:  Mohonpur Bridge : দ্বিতীয় মোহনপুর সেতুর ভবিষ্যৎ নিয়ে তরজা! “ঠেকনা দিয়ে সেতু-সরকার চলছে”, কটাক্ষ দিলীপের

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ