এবার কী হবে ডবল ডবল চাকরি? ফের দেড় কোটি নতুন কর্মসংস্থানের ঘোষণা মমতার

এবার কী হবে ডবল ডবল চাকরি? ফের দেড় কোটি নতুন কর্মসংস্থানের ঘোষণা মমতার

নিউ টাউনে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের সূচনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আগামী দেড় বছরে রাজ্যে দেড় কোটি কর্মসংস্থান হবে। সেই সঙ্গে শিল্পপতিদের রাজ্যে স্বাগত জানিয়ে তাঁর বার্তা, বাংলায় থাকলে আপনারা আমাদের পরিবারেরই একজন।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে একাধিক বিষয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। শিল্প সম্মেলনের সাফল্য উল্লেখ করে তাঁর বক্তব্য, “আগের পাঁচটি বাণিজ্য সম্মেলন থেকে ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে৷ যেগুিল কার্যকর হওয়ার পথে।” শিল্প প্রকল্পের সঙ্গে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার প্রভৃতি সামাজিক প্রকল্পের গুরুত্বও উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন:  Belpahari: আদিবাসীদের ক্ষোভের সম্মুখীন মুখ্যমন্ত্রী, দিলেন আশ্বাস

সেই সঙ্গে শিল্পপতিদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে সহজলভ্য দক্ষ শ্রমিক, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকারের শিল্পবান্ধব নীতি রয়েছে। বাংলা বনধ সংস্কৃতি নেই এবং কর্মদিবস নষ্ট হয় না বলেও তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর আরও বার্তা, “শিল্প, কৃষি দু’ দিকেই আমরা হাসি ফোটাতে চাই। ১০ বছর ধরে ১০০ দিনের কাজে প্রথম আমরা। আমরা ল্যান্ড ব্যাঙ্ক প্রস্তুত করেছি। ২০০টির বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করেছি।বাংলা উত্তর পূর্ব ভারত, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। বাংলায় বিনিয়োগ করলে আপনারা ভুটান, বাংলাদেশেও বিনিয়োগ করতে পারবেন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ