Panchayet Election : পঞ্চায়েত ভোট কি এক দিনের বেশি! ফের আদালতে চললেন অধীর

Panchayet Election : পঞ্চায়েত ভোট কি এক দিনের বেশি! ফের আদালতে চললেন অধীর

আসন্ন পঞ্চায়েত ভোট। সারা রাজ্যে একদফায় পঞ্চায়েত নির্বাচন করানোর ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগে ঠিক ছিল রাজ্য পুলিশেই হবে নির্বাচনহাইকোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি আদায় করেছেন বিরোধীরা৷ এই পরিস্থিতিতে নির্বাচনের দফা বৃদ্ধির দাবি নিতে আদালতে যাওয়ার কথা ঘোষণা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

আরও পড়ুন:  Paschim Medinipur : পঞ্চায়েতের আগে বলীয়ান বামেরা! দাঁতনে গত নির্বাচনের জয়ী ১৪ জন সিপিএমে

বৃহস্পতিবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের দফতরে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক করেন। সেখানে আসন্ন পঞ্চায়েত ভোটে অশান্তির আশঙ্কা প্রকাশ করেন তিনি। রাজ্য নির্বাচন কমিশনের আগামী ৮ জুলাই এক দফায় নির্বাচনের বিরোধিতা করে আদালতে যাওয়ার কথা জানান তিনি। অধীর বলেন, “দফা বাড়ানো দরকার। মহামান্য আদালতের কাছে আমি আবার দাবি করব আগামী সোমবার, যেন দফা বাড়ানো হয়। না হলে প্রহসন হবে এই নির্বাচন।” রাজ্য নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করে অধীরের কটাক্ষ, “এটা নির্বাচন কমিশন নয়, তৃণমূলের কমিশন!” রাজ্যপালকে সক্রিয় হতেও অনুরোধ জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।

আরও পড়ুন:  Panchayet Election : ভাঙড়ে ফের মনোনয়ন দেবে আইএসএফ, নির্বাচন কমিশনকে নির্দেশ হাইকোর্টের

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ