“মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করেই ছাড়ব,চোরেদের তাড়াতেই হবেে”-শুভেন্দু অধিকারী

বেশ কিছুদিন ধরেই বারবার রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের মুখে উঠে এসেছে ডিসেম্বর ডেডলাইন। কখনও সুকান্ত মজুমদার, কখনও দিলীপ ঘোষ, কখনও আবার শুভেন্দু অধিকারী। বারবার ডিসেম্বর নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে তাদের মুখে। তারই মধ্যে শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী- শুভেন্দু অধিকারী কুশল বিনিময় হয়েছে। তারপর রবিবারই ফের শুভেন্দুর মুখে ডিসেম্বর হুঙ্কার।

আরও পড়ুন:  শুভেন্দু অধিকারীকে ‘হনুমান’ বলে বিতর্কিত মন্তব্য প্রসূন বন্দ্যোপাধায়ের

ভূপতিনগরের সভা থেকে এ দিন শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘শিষ্টাচার শিখেছি নরেন্দ্র মোদিকে দেখে। মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করেই ছাড়ব। চোরেদের তাড়াতেই হবে।বামেদের সূর্য যখন গগনে, তখন লক্ষ্মণ শেঠকে হারিয়েছি। তৃণমূলের সূর্য যখন মধ্য গগনে, তখন মুখ্যমন্ত্রীকে হারিয়েছি।’

তারপরেই পুলিশকে নিশানা করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন,’তোলামূল পার্টির সঙ্গে সন্ত্রাসের ভূমিকা নিয়েছে পুলিশও। বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা পুলিশের।পুলিশ শুনে রাখো, বিজেপির অধীনেও কাজ করতে হবে তোমাকে। থানায় মানুষ আসেন আইনের আশ্রয় নিতে, সেই থানা এখন তৃণমূলের অফিস। তোলামূল পার্টির চোরেদের বলছি, দখলের রাজনীতি বন্ধ করুন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ