শুভেন্দু অধিকারীকে ‘হনুমান’ বলে বিতর্কিত মন্তব্য প্রসূন বন্দ্যোপাধায়ের

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। আর তার আগেই বিরোধীদের বেলাগাম ভাবে আক্রমণ করতে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতা মন্ত্রীদের। এবার শুভেন্দুকে একেবারে বেলাগাম আক্রমণ তৃণমূলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধায়ের। শুভেন্দুর চেহারা নিয়েই প্রশ্ন তুলে দিলেন তৃণমূল সাংসদ।

এদিন প্রসূন বন্দ্যোপাধায় বালিতে একটি সভাতে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন, ‘শুভেন্দুর কী সুন্দর চেহারা ছিল। এখন একটা হনুমানের মতো হ্যাও হ্যাও হ্যাও হ্যাও করছে। কী রে ভাই! কী সুন্দর দেখতে ছিল। দিদির কাছে থাকো। ভালো খানা খাবে। ভালো থাকবে। আশীর্বাদ পাবে। দিদিকে প্রণাম করেছ কাল। আর আজকেই দেখছি কী সুন্দর লাগছে তোমার চেহারাটা।’

আরও পড়ুন:  Egra: “যদি ক্ষমতা থাকে ঝাড়গ্রাম বিধানসভায় ঢুকে দেখান”, শুভেন্দুকে ‘চ্যালেঞ্জ’ বীরবাহার

যদিও প্রসূনের এই মন্তব্যের জবাবও দিয়েছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, ‘আসলে হারের জ্বালাটা ভুলতে পারছে না তৃণমূল। আরও দুর্নীতির কথা সামনে আনব।’ এছাড়াও বিজেপিরাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘কয়লাকে যতই ধোয়া হোক রঙের বদল হয় না। তৃণমূল যারাই যান তাদেরই ঠিক সেই অবস্থাই হয়।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ