Panchayet Election : কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ১৪ জুলাই ভোট করানোর পরামর্শ হাইকোর্টের

Panchayet Election : কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ১৪ জুলাই ভোট করানোর পরামর্শ হাইকোর্টের

পঞ্চায়েত ভোটে রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে আদালতে কমিশন মনোনয়ন পেশের সময়সীমা ১৬ জুন পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে বলে জানালে পঞ্চায়েত ভোট ১৪ জুলাই করানোর পরামর্শ দিয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ।

পঞ্চায়েত ভোট নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। মামলা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে৷ শুনানিতে ভোটে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করেন বিজেপির আইনজীবী। প্রধান বিচারপতি জানান, হনুমান জয়ন্তীর সময় মানুষের মনোবল বাড়াতে রাজ্যকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছিল হাইকোর্ট। নির্বাচনেও নির্বাচন কমিশন চাইলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে। কমিশন যে ৬ থেকে ১০টি জেলাকে স্পর্শকাতর ঘোষণা করেছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে। হাইকোর্টের পর্যবেক্ষণ, কেন্দ্রীয় বাহিনী নিয়ে চিন্তা করা প্রয়োজন নির্বাচন কমিশনের।

আরও পড়ুন:  Panchayet Election : রাজনৈতিক অশান্তির জের, রাজ্যে আসছেন জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি

কমিশন আদালতে জানায়, চাইলে মনোনয়ন পেশের সময়সীমা ১৫ জুনের পরিবর্তে ১৬ জুন করা যেতে পারে। সেক্ষেত্রে পঞ্চায়েত ভোট ১৪ জুলাই করার পরামর্শ দেয় আদালত। নিরপেক্ষ সংস্থা হিসাবে নির্বাচন কমিশনের গুরুত্ব ও ভূমিকাও স্মরণ করিয়ে দেন প্রধান বিচারপতি। হাইকোর্টের বার্তা, “আপনাদের ক্ষমতা সম্পর্কে সচেতন থাকুন। কমিশন চাইলে সঠিক পদক্ষেপ করতে পারে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ