BRAKING NEWS

Scam : গ্রেপ্তার পুলিশ! চাকরির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুলিশের একজন এএসআই, এক সিভিক ভলান্টিয়ার, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা পঞ্চায়েত সদস্য সহ চার জন। লালবাজারের প্রতারণা দমন শাখা বিভিন্ন জায়গা থেকে শনিবার তাঁদের গ্রেপ্তার করে৷ রবিবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে।

জানা গিয়েছে, বাঁশদ্রোণীর বাসিন্দা আখতার বানু লালবাজারে মাস খানেক আগে অভিযোগ দায়ের করেন, তাঁর ছেলেকে মন্ত্রীর কোটায় স্বাস্থ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে অভিযুক্তেরা। গোপনে তদন্ত শুরু হয়। বেনিয়াপুকুর থানায় কর্মরত এএসআই সঞ্জীব দেঁড়ে ও তার স্ত্রী হাওড়ার উলুবেড়িয়া-২ ব্লকের খলিসানি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান ও বর্তমান পঞ্চায়েত সদস্য বর্ণালী দেঁড়েকে গোয়েন্দারা হাওড়ার বাউড়িয়ার বুড়িখালির একটি বহুতল থেকে শনিবার গ্রেফতার করেন। সঞ্জীব এর আগে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিল। গ্রেপ্তার হয় গোয়েন্দা বিভাগের রিসেপশনে কর্মরত সিভিক ভলান্টিয়ার সৈকত দে ওরফে টিটু। কার্তিক মান্না নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেন গোয়েন্দারা।

সূত্রের খবর, স্বাস্থ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধৃতরা প্রায় ৫০ লক্ষ টাকা প্রতারণার সঙ্গে জড়িত। অভিযুক্তদের কাছ থেকে স্বাস্থ্য দফতরের কিছু ভুয়ো নথিও বাজেয়াপ্ত হয়েছে। এই প্রতারণা চক্রের সঙ্গে পুলিশের অন্য কোনো আধিকারিক বা কর্মী জড়িত কিনা সেই বিষয়ে তদন্ত চলছে।

Leave a Reply