রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, নারী নির্যাতনের ঘটনা লজ্জার, তাৎপর্যপূর্ণ মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের

রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, নারী নির্যাতনের ঘটনা লজ্জার, তাৎপর্যপূর্ণ মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের

সাম্প্রতিক সময়ে রাজ্যে মহিলাদের উপর নির্যাতনের একাধিক ঘটনা ঘটেছে। দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোণী, বোলপুর, হাঁসখালি বিভিন্ন জায়গার ঘটনা নিয়ে রাজ্যে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। সেই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেখানে নারী নির্যাতনের একটি ঘটনা ঘটলেও তা লজ্জার।

আরও পড়ুন:  Akhil Giri : ফের ক্ষমাপ্রার্থনা অখিল গিরির, রাষ্ট্রপতি নিয়ে মন্তব্যের জন্য “অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী”

বৃহস্পতিবার দক্ষিণেশ্বরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আয়োজিত এক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৌগত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেখানেই উক্ত মন্তব্য করেন সৌগত রায়। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন:  Debra: বিডিও-এসডিও দের এসি বন্ধ করে কাঠের চেয়ার দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের

বৃহস্পতিবারের কর্মসূচিতে সৌগত রায় আরও বলেন, “সকলেই চিন্তিত মহিলাদের উপর অত্যাচারের ঘটনায়। এ খানে একদম জিরো টলারেন্স করতে হবে। কোনওরকম কোনও ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নিতে হবে।” তাঁর অনুরোধ, “আমি আশা করব পুলিশ-প্রশাসন এ দিকে নজর রাখবে।”

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ