Debra: বিডিও-এসডিও দের এসি বন্ধ করে কাঠের চেয়ার দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের

Debra: বিডিও-এসডিও দের এসি বন্ধ করে কাঠের চেয়ার দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের

অফিসের বাইরে বের হয়ে বিডিও-এসডিওদের কাজের ব্যাপারে সক্রিয় করে তুলতে তাঁদের অফিসের এসি বন্ধ করে কাঠের চেয়ার দেওয়ার নিদান দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে সেই মর্মে আবেদনও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জেলাশাসক আয়েশা রানির সঙ্গে প্রশাসনিক বৈঠক ছিল ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরের। ডেবরা অডিটোরিয়াম হলে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, “বিডিও এসডিও-দের গদিওয়ালা মোটা মোটা চেয়ার ছাড়াতে হবে, কাঠের চেয়ার দিতে হবে যাতে বসতে ভালো না লাগে, বাইরে যাতে বের হন। এসি খুলে নিতে হবে, অ্যান্টিরুম চেম্বার বন্ধ করতে হবে। তবে কাজ হবে। বিডিও এসডিও-রা যদি ঘরে বসে থাকেন তাহলে কাজ হবে না।” তিনি অভিযোগ করেন, “বিডিও এসডিও-দের প্রবণতা রয়েছে ওনারা কোথাও যান না। বিডিও তাও যান, এসডিও একদিনও আসেননি। আমি কারও বিরুদ্ধে অভিযোগ করছি না। কিন্তু গ্রামের মানুষের সঙ্গে সংযোগ হচ্ছে না, রিভিউ ওয়ার্ক হচ্ছে না।”

আরও পড়ুন:  রাতের আঁধারে কুবাই ব্রিজে মর্মান্তিক দুর্ঘটনা, সকালে উদ্ধার দুটি মৃতদেহ

বিধায়কের বক্তব্য, “সরকারি অফিসারদের অনেক কাজ করার আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ভাবে সুবিধা সুযোগ তৈরি করে দিয়েছে যদি খানিকটা, ৬০ শতাংশও অনুসরণ করা যায় তাহলেও অনেক উন্নয়ন হবে।” বিধায়ক জানিয়েছেন, তিনি এই বিষয়গুলি জেলাশাসককে জানিয়েছেন। পরবর্তীতে ভালো কাজ হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ