তৃণমূল ভবনে ‘বিজেপি’ বিধায়ক, শুভেন্দু অধিকারীর ছন্দময় কটাক্ষ মুকুল রায়কে

তৃণমূল ভবনে 'বিজেপি' বিধায়ক, শুভেন্দু অধিকারীর ছন্দময় কটাক্ষ মুকুল রায়কে

মুকুল রায়ের বিরুদ্ধে দল বদলের অভিযোগ এনেছে শুভেন্দু অধিকারীর দল। বিজেপির তরফে বিধানসভায় মুকুলের বিরুদ্ধে জমা পড়েছে অভিযোগ। তারই শুনানি চলেছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছে বিজেপি। এবার ইদের দিন তৃণমূল ভবনে মুকুল রায়ের উপস্থিতির ছবি নিজের টুইটার প্রোফাইলে শেয়ার করে কবিতার ছন্দে কটাক্ষ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন:  Jhargram: ‘বিজেপি-র নেতা গ্রেপ্তার নয় কেন’, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবিতার পংক্তিতে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের কটাক্ষ, “আম্রকুঞ্জে ফাগুন মাসে, গাছে গাছে মুকুল আসে, সব মুকুল-ই কি ফল ধরায়? হওয়ার অল্প দোলায় ঝরে যায়। বইতে বইতে এ-কূল,ও-কূল, অন্য কাননে গিয়ে পড়ে মুকুল।” সেই সঙ্গে তৃণমূল ভবনে মুকুল রায়ের উপস্থিতির সপক্ষে ছবি ও ভিডিও দিয়ে শুভেন্দুর সংযোজন, “পবিত্র ঈদের দিনে তৃণমূলের নতুন চকচকে দলীয় কার্যালয়ের উদ্বোধনে “বিধানসভায়” কৌশলী ও বাইরে তৃণমূলী নেতা শ্রী মুকুল রায়।”

আরও পড়ুন:  Mamata Banerjee : অখিলের হয়ে ক্ষমাপ্রার্থনা মুখ্যমন্ত্রীর, অবশেষে মুখ খুললেন মমতা

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ