Mamata Banerjee : অখিলের হয়ে ক্ষমাপ্রার্থনা মুখ্যমন্ত্রীর, অবশেষে মুখ খুললেন মমতা

Mamata Banerjee : অখিলের হয়ে ক্ষমাপ্রার্থনা মুখ্যমন্ত্রীর, অবশেষে মুখ খুললেন মমতা

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে করা মন্ত্রী অখিল গিরির মন্তব্যের তীব্র নিন্দা করে দুঃখপ্রকাশ ও অখিলের হয়ে ক্ষমাপ্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অবশেষে মুখ খোলেন।

নন্দীগ্রামের একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে তৃণমূলের মন্ত্রী অখিল গিরি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন। তারপরেই রাষ্ট্রপতি সম্পর্কে তির্যক মন্তব্য করেন, “আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?’’ সেই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্য সহ সারা দেশে তীব্র বিতর্ক ও প্রতিবাদের সৃষ্টি হয়। অখিল গিরি তাঁর মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করলেও বিতর্কের অবসান হয়নি। বিজেপি ইতিমধ্যেই অখিলের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করেছে৷ বিভিন্ন মহল থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর প্রতিক্রিয়া ও পদক্ষেপের দাবি জানানো হচ্ছিল।

আরও পড়ুন:  শ্রীরামকৃষ্ণ সারদাপিঠ গার্লস স্কুলে মুখ্যমন্ত্রী, সময় কাটালেন পড়ুয়াদের সঙ্গে

অবশেষে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাষ্ট্রপতি খুবই সুন্দর মহিলা। অখিল অন্যায় করেছেন। আমি ধিক্কার জানাচ্ছি। বিধায়কের হয়ে ক্ষমা চাইছি। দুঃখপ্রকাশ করছি।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা রাষ্ট্রপতিকে সম্মান করি। আমি ওঁকে খুব পছন্দ করি। দল এ ধরনের মন্তব্য সমর্থন করে না।’’ ‘‘আগামী দিনে এ ধরনের মন্তব্য করা হলে, দল কঠোর ব্যবস্থা নেবে’’ বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ