CBI : পুর দফতর ও একাধিক পুরসভায় সিবিআই হানা রাজ্যে

CBI : পুর দফতর ও একাধিক পুরসভায় সিবিআই হানা রাজ্যে

পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই আধিকারিকদের একাধিক দল বুধবার হানা দিয়েছে রাজ্যের একাধিক পুরসভা ও সল্টলেকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরেও। এইদিন সকাল থেকে শুরু হয়েছে অভিযান। সকাল ১১টা নাগাদ চুঁচুড়ার জগুদাসপাড়ায় অয়ন শীলের ফ্ল্যাটে তল্লাশি শুরু করেছে সিবিআই-এর একটি দল।

নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হন অয়ন শীল। তাঁর অফিসে তল্লাশি চালায় ইডি। ইডি-র তরফে দাবি করা হয়, তল্লাশি চালিয়ে রাজ্যের একাধিক পুরসভার বিভিন্ন পদে চাকরিপ্রার্থীদের ওএমআর শিট পাওয়া গিয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর সুপ্রিম কোর্টের আদেশে সেই মামলা সরে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। রাজ্য সরকারের তরফে সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। কিন্তু তিনি রাজ্য সরকারের আর্জি খারিজ করে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল রাজ্য সরকার। প্রথমে রোস্টারে না থাকায় রাজ্যের মামলা গ্রহণই করেনি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। এরপর মামলা বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে যায়।

বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কোনো রকম হস্তক্ষেপ করেনি। চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। ইতিমধ্যে একাধিক পুরসভায় তল্লাশি অভিযানে নামলো সিবিআই।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ