“এর পর হয়তো মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে” – শুভেন্দু অধিকারী

"এর পর হয়তো মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে" - শুভেন্দু অধিকারী

এর পর হয়তো মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে বলে সোশ্যাল মিডিয়ায় অভিমত প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে রাজনীতিতে শুরু হয়েছে জোরদার চর্চা।

বৃহস্পতিবার ইডির হাতে ধরা পড়েছে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার সকাল থেকে দীর্ঘ প্রায় ২০ ঘন্টা ধরে মন্ত্রীর সল্টলেকের দু’টি বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। করা হয় জেরা। এরপর বৃহস্পতিবার রাত ৩ টে নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিক কে গ্রেপ্তার করে ইডি।এর প্রেক্ষিতে শুক্রবার সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন:  Bankura : ফের ভাঙন বিজেপিতে! তৃণমূলে কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালি প্রতিহার

আরও পড়ুন:  Bankura : ফের ভাঙন বিজেপিতে! তৃণমূলে কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালি প্রতিহার

পোস্টের ক্যাপশনে শুভেন্দু অধিকারী লেখেন “এর পর হয়তো মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভার অধিবেশন জেলের মধ্যে ডাকতে হবে”। এবং সাথে একটি গ্রাফিক্স পোস্ট করেন তাতে তুলে ধরেন পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য জীবনকৃষ্ণ সাহা ও জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির তারিখ গুলি।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ