‘গুপ্তরোগ’ সমাধানে রেল! রেলের কামরায় পোস্টার লাগালেই কড়া পদক্ষেপ

images 2024 01 20t212049.132

‘গুপ্তরোগ সারান’! ‘যৌন ক্ষমতা বৃদ্ধি করুন’! ‘উষ্ণ বন্ধুত্ব’! লোকাল ট্রেনে এমন সব পোস্টার সাধারণ বিষয়! নানা সময়েই সাফাই অভিযানে নামে রেল। ছিড়ে ফেলা হয় পোস্টার! কিন্তু আবার যেই কে সেই! রেলের কামরা ফের ভরে ওঠে এমন পোস্টারে। অনেক সময়েই বয়স্ক বা বাচ্চাদের সামনে অস্বস্তিতে পড়েন যাত্রীরা। অনেকে প্রতারণারও শিকার হন। এবার পদক্ষেপ নিচ্ছে রেল। পোস্টার সাঁটলেই করা হবে হাজতবাসের ব্যবস্থা!

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 2/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

রেল সূত্রে জানা গিয়েছে, প্রথমে পোস্টারে থাকা নম্বরে ফোন করে সতর্ক করা হবে। লোকাল ট্রেনে সচেতনতামূলক প্রচারও চালানো হবে। তারপরেও পোস্টার লাগানো বন্ধ না হলে নেওয়া হবে কড়া পদক্ষেপ। সাদা পোশাকে আরপিএফ কর্মীরা নিয়মিত হানা দেবেন কামরায়। এমনকি কেউ পোস্টার লাগালে অভিযোগ জানানোর জন্য থাকবে হেল্পলাইন নম্বর। দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া আইনি পদক্ষেপ।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ