জঙ্গলমহলে আবার মাওবাদী পোস্টার, গড়বেতায় ভূমিহীনদের পাট্টার দাবি

জঙ্গলমহলে আবার মাওবাদী পোস্টার, গড়বেতায় ভূমিহীনদের পাট্টার দাবি

পশ্চিম মেদিনীপুরে ফের উদ্ধার হল মাওবাদী নামাঙ্কিত পোস্টার। গত কয়েকদিনের মধ্যে জঙ্গলমহলের কোন এক জেলায় পুনরায় মাওবাদী পোস্টার মেলার নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবারের পোস্টারটি মিলেছে গড়বেতা থানার গনগনি এলাকায়।

সাম্প্রতিক সময়ে জঙ্গলমহলে একাধিক মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে। সেই সঙ্গে জল্পনা বেড়েছে মাওবাদী কার্যকলাপ বৃদ্ধি নিয়েও। চলতি মাসে মাওবাদীদের ডাকা বনধে সারা মিলেছিল জঙ্গলমহলে। এছাড়া কেন্দ্রীয় সংস্থার নাশকতার সম্ভাবনা সংক্রান্ত রিপোর্টের জেরে বিগত কয়েকদিন ধরেই জঙ্গলমহলের জেলাগুলোর সবকটি থানায় জারি রয়েছে ১৫ দিন ব্যাপী হাই অ্যালার্ট। তারই মধ্যে বৃহস্পতিবার সকালে গড়বেতা থানার গনগনি এলাকায় লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টার মেলে।

আরও পড়ুন:  ‘দু চারটে বুড়িমার চকোলেট বোম’ ফেলার নিদান অজিত মাইতির, রাজনৈতিক মহলে বিতর্ক

‘মাওবাদী জিন্দাবাদ’ এবং ‘CPI- মাওবাদী’ লেখা পোস্টারে দাবি জানানো হয়েছে ‘ফরেস্ট ল্যান্ড ভূমিহীন আদিবাসীদের অবিলম্বে পাট্টার ব্যবস্থা করতে হবে।’ পুলিশের তরফে জঙ্গলমহলের জেলা গুলিতে নাকা চেকিং, তল্লাশি ইত্যাদি চলছে। কিন্তু শাসকদলের তরফে মাওবাদী কার্যকলাপের বিষয়টি অস্বীকার করে বিরোধীদের উপরে আতঙ্ক ছড়ানোর দায় চাপানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ