গীতাপাঠের পাল্টা চণ্ডীপাঠ! মোদি-মমতাকে ঘিরে রাজ্যে শুরু তরজা

গীতাপাঠের পাল্টা চণ্ডীপাঠ! মোদি-মমতাকে ঘিরে রাজ্যে শুরু তরজা

এবার কি গীতাপাঠের পাল্টা চণ্ডীপাঠ! ঘটনাপ্রবাহ সেই দিকেই ইঙ্গিত করছে। আগামী ২৪ জানুয়ারি অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের উদ্যোগে কলকাতার ব্রিগেড ময়দানে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠের’ আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে বলে খবর। অন্যদিকে চায় পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট কলকাতা বা পূর্ব মেদিনীপুরে ‘চণ্ডীপাঠ’ আয়োজনের উদ্যোগ নিয়েছে। যদিও অনুষ্ঠানের সূচী বা অন্যান্য বিষয় এখনও নির্ধারিত হয়নি, আলোচনার স্তরে রয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 28/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

জানা গিয়েছে, চণ্ডীপাঠের আয়োজন করতে চেয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট-এর সদস্যরা ইতিমধ্যে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও কারামন্ত্রী অখিল গিরির সঙ্গে দেখা করেছেন। প্রাথমিক কথাবার্তাও হয়েছে। যদিও সংগঠনের অনেকে পূর্ব মেদিনীপুর জেলার তা উল্লেখ করে মন্ত্রী অখিল গিরি দাবি করেছেন, সম্ভাব্য এই অনুষ্ঠানের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। উদ্যোক্তারাও রাজনৈতিক যোগ অস্বীকার করেছেন। যদিও রাজনৈতিক মহল ‘গীতাপাঠের’ সঙ্গে বিজেপি যোগের পাল্টা হিসাবেই সম্ভাব্য ‘চণ্ডীপাঠের’ সঙ্গে তৃণমূল যোগের সম্ভাবনার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 29/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ