জঙ্গলমহল পর্যটনে অনন্য দর্শনীয় করম পরব ও ইঁদমেলা

জঙ্গলমহল পর্যটনে অনন্য দর্শনীয় করম পরব ও ইঁদমেলা

শরতে জঙ্গলমহল অপরুপ সাজে সজ্জিত। এই সময় উইক এন্ডের ছুটি কাটাতে জঙ্গলমহল সেরা গন্তব্য। লোধাশুলির আগেই শুরু কাশফুলের হাতছানি,পিচরাস্তার দুপাশে ঘন সবুজ শালবন।

এই সময় চলছে জঙ্গলমহলের সেরা উৎসব করমপরবের প্রস্তুতি।সামনের সোমবার পার্শ্ব একাদশী উপলক্ষে জঙ্গলমহলে করমপরব।তারপর দিন থেকে ঝাড়গ্রাম সহ নানা জায়গাতে ইন্দ্রপূজা উপলক্ষে আদি ও অকৃত্রিম ইঁদমেলা।সম্ভবত ঝাড়গ্রাম রাজবাড়ির আনুকূল্য পুরাতন ঝাড়গ্রামের ইন্দ্রপূজা ও ইঁদমেলা সবচাইতে পুরনো। যদিও রাজবাড়ির কৌলীন্যের সাথে আজ আর এই মেলার সেই জাঁকজমক ও সেই কৌলীন্য নেই।তবুও আনুষ্ঠানিক পূজা আজো হয় রাজবাড়ির বংশধরদের উপস্থিতিতেই।ঝাড়গ্রাম জেলা পর্যটন এর কর্তারা এই প্রাচীন মেলাকে পর্যটনের প্রচার প্রসারে কাজে লাগানোর চিন্তা ভাবনা করা উচিত।

আর করমপরব জঙ্গলমহলবাসীদের প্রাণের পরব।এই করমপরব মূলতঃ কুড়মী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি হলেও আজ এলাকার অন্যান্য মূলবাসীরাও এই পরব পালন করে থাকে।শালমহুলের দেশের চাষীবাসি মানুষগুলো জলে কাদায় ধান চাষ করার পর শস্যের আরাধনায় এই করমপরবে মেতে ওঠে।

আরও পড়ুন:  Holiday : ফের ছুটি! নবান্নের ঘোষণায় খুশির আমেজ রাজ্য জুড়ে

জঙ্গলমহল দেখা মানে তো শুধু শাল পলাশের জঙ্গল না,জঙ্গলমহলের মানুষ,তাদের সংস্কৃতি জানা,তাদের সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার ইচ্ছাটাও থাকা দরকার।

আগামী কাল বা পরের দিনগুলিতে যদি কেউ আসেন তবে জঙ্গলের রাস্তায় যাওয়ার সময় শুনতে পাবেন দূর কোন গ্রাম থেকে ভেসে আসছে ঝুমুরের সুর মাদলের বোল। এই কদিন প্রতি সন্ধ্যায় গ্রামের মেয়ে বউরা করম পরবে পাতা জাওয়া ডালিকে মাঝখানে রেখে সমবেত ঝুমুর গানের সাথে নাচ করে।

সারাদিন উপবাস,ব্রত পালনের পর একাদশীর সন্ধ্যায় করমগাছের ডাল পুঁতে ছেলেমেয়েরা স্নান করে নতুন কাপড় পরে পূজা করে।এই পূজার কিন্তু পুরোহিত,মন্ত্র নেই।আসলেকুড়মীরাও তো সেই আবহমান কাল ধরে প্রকৃতি পূজারী আর তার পুরোহিত সেই নিজেরাই।

আরও পড়ুন:  Holiday : ফের ছুটি! নবান্নের ঘোষণায় খুশির আমেজ রাজ্য জুড়ে

অনুষ্ঠান শেষে শুরু হয় মেয়ে পুরুষ সবাই মিলে নাচগান।ঐ পূজার করম গাছের ডালকে ঘিরে চলে সারা রাত ঝুমুর গান আর নাচ।এই দৃশ্য আপনি প্রতিটি কুড়মী গ্রামে অবশ্যই দেখতে পাবেন।এ এক অনন্য আনন্দের পরিবেশ।

ঝাড়গ্রাম,পুরুলিয়া সহ জঙ্গলমহলের পর্যটনে এই করম পরব এক অনন্য মাত্রা আনে।অথচ পর্যটন বিভাগ এসব নিয়ে কোনো প্রচার করে না।আগামী কাল থেকে যারা আসবেন শুক্র,শনিবার পর্যন্ত এই করমপরব,ইঁদ মেলার আনন্দ উপভোগ করতেই পারেন।

যে কেউ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। করম পরব,ইঁদ মেলা দেখার জন্য সব রকম পরামর্শ সহযোগিতা পাবেন।আমার ফোন নং 6294403172।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ