খুঁটান উৎসবেও জারি কুড়মি সমাজের আন্দোলন, বাঁদনা পরবের সমাপ্তিতে উৎসবমুখর জঙ্গলমহল

খুঁটান উৎসবেও জারি কুড়মি সমাজের আন্দোলন, বাঁদনা পরবের সমাপ্তিতে উৎসবমুখর জঙ্গলমহল

জঙ্গলমহলের ঐতিহ্যবাহী বাঁদনা পরবের সমাপ্তি লগ্ন। কুড়মি সমাজের মানুষ একত্রিত হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার, গড়বেতা ২ ব্লকের গোয়ালতোড় পাটাশোল গ্রামের খুঁটান উৎসবে৷ উৎসবে মেতে ওঠার সঙ্গে সেখানেও উপস্থাপিত হল কুড়মিদের দাবি।

কিছুদিন আগেই কুড়মি সমাজের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল সমগ্র জঙ্গলমহল। খেমাশুলিতে চলেছিল রেল রোকো আন্দোলন। নিজস্ব ভাষা, সংস্কৃতি থাকা সত্ত্বেও কুড়মিদের তপশিলি জনজাতির তালিকা ভুক্ত করা হয়নি বলে অভিযোগ উঠেছে৷ অবিলম্বে কুড়মিদের জনজাতির তালিকাভুক্ত করার দাবিতে চলেছিল আন্দোলন। সেই আন্দোলনে যোগ দিয়েছিল কুড়মি সেনা সংগঠন। তাৎপর্যপূর্ণ ভাবে পাটাশোল গ্রামের খুঁটান উৎসব পরিচালনার দায়িত্ব ছিল কুড়মি সেনা সংগঠনের৷ ঘোষিত ভাবেই উৎসবে উপস্থাপিত হয়েছে কুড়মি সমাজের আন্দোলনের দাবি।

আরও পড়ুন:  Dilip Ghosh: “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দেখাই করেন না”, গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের

শুক্রবার পালিত হচ্ছে গরু খুটান উৎসব৷ ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাকুড়া সহ সমগ্র রাঢ় বঙ্গের মানুষজন এই উৎসবে অংশ নেন। আয়োজিত হয় গরু খুটান প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য রয়েছে গোখাদ্য ও ট্রফি পুরষ্কার। কুড়মিরা যে নিজেদের দাবি থেকে সরছেন না, উৎসবের আবহেও তা স্পষ্ট করেছেন উদ্যোক্তারা৷ এমনকি উৎসবকে যে নিজেদের দাবি আগত মানুষজনের কাছে পৌঁছে দিতে আশ্র‍য় করা হবে তাও জানানো হয়েছে৷ খুঁটান উৎসবে রাত জাগবে পাটাশোল। চলবে ঝুমুর গান, অহীরা গীত সঙ্গে সারা রাত মেলা।

আরও পড়ুন:  এবিটিএ-এর জেলা সম্মেলন সামনেই, জোরকদমে চলছে প্রচার ও প্রস্তুতি

ছবি সৌজন্যে – রাকেশ সিংহ দেব

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ