Jitendra Tiwari : জীতেন্দ্রকে ‘অপহরণের’ অভিযোগ বঙ্গ-পুলিশের বিরুদ্ধে, হলফনামা তলব সুপ্রিম কোর্টের

Jitendra Tiwari : জীতেন্দ্রকে 'অপহরণের' অভিযোগ বঙ্গ-পুলিশের বিরুদ্ধে, হলফনামা তলব সুপ্রিম কোর্টের

জীতেন্দ্র তিওয়ারি মামলায় সুপ্রিম কোর্টে জীতেন্দ্রকে ‘অপহরণের’ অভিযোগ আনলেন তাঁর আইনজীবীরা। অভিযোগ আনা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে। তারই প্রেক্ষিতে রাজ্যের হলফনামা তলব করেছে শীর্ষ আদালত।

গত বছরের ডিসেম্বর মাসে আসানসোলে একটি কম্বল বিতরণ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়। ঘটনায় অভিযুক্ত হন জীতেন্দ্র তিওয়ারি, তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি এবং আসানসোলের অন্য দুই বিজেপি নেতা বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত এবং দলের যুবনেতা তেজপ্রতাপ সিং। তাঁরা কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। এরপর তাঁরা সুপ্রিম কোর্টে আবেদন জানান। কিন্তু সুপ্রিম কোর্টে শুনানির আগেই গত শনিবার উত্তরপ্রদেশের নয়ডার কাছে যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করা হয় জিতেন্দ্রকে। রবিবার আসানসোল আদালত জীতেন্দ্রর ৮ দিনের পুলিশি হেফাজত দেয়।

সোমবার সুপ্রিম কোর্টে ছিল জীতেন্দ্র তিওয়ারিদের আবেদনের শুনানি। সেখানে জীতেন্দ্রদের আইনজীবী জানান, পশ্চিমবঙ্গের পুলিশ উত্তরপ্রদেশ পুলিশকে অবহিত না করেই জীতেন্দ্রকে কার্যত নয়ডা থেকে তুলে এনেছে এবং ভিন রাজ্যে গ্রেপ্তার করা হলেও এক্ষেত্রে স্থানীয় আদালত থেকে রিমাণ্ড নেওয়া হয়নি। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে জীতেন্দ্রকে অপহরণের অভিযোগ আনেন। তারই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ ২ সপ্তাহ পরে পরবর্তী শুনানিতে রাজ্যের হলফনামা তলব করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ