Scam : প্রাথমিকে নিয়োগ দুর্নীতির একটি মামলায় তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Scam : প্রাথমিকে নিয়োগ দুর্নীতির একটি মামলায় তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।প্রাথমিকে নিয়োগ দুর্নীতির একটি নির্দিষ্ট মামলায় ইডি ও সিবিআই যৌথ তদন্তের উপর আপাতত স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন ১৮৭ জন প্রার্থী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় ইডি ও সিবিআই যৌথ তদন্তের নির্দেশ দেন গত ২ রা মার্চ। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিধায়ক মানিক ভট্টাচার্য ও প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মামলার শুনানিতে বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে৷ সেই সঙ্গে যৌথ তদন্তের প্রয়োজনীয়তা নিয়ে সিবিআই এবং ইডি-র কাছে হলফনামাও তলব করেছে শীর্ষ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ