অবশেষে বিতর্কের অবসানের প্রচেষ্টা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মুছে দেওয়া হল পুরভোটের প্রথম প্রার্থী তালিকা।
পুরভোটে তৃণমূলের প্রথম তালিকা প্রকাশিত হয় ফেসবুক পেজে। এরপরেই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে জানান, দলের ফেসবুক পেজে প্রকাশিত তালিকা সঠিক নয়। কারণ ওই তালিকায় কোনও স্বাক্ষর নেই। এরপরে স্বাক্ষর ও দলের স্ট্যাম্প সহ সংশোধিত তালিকা প্রকাশিত হতেই শুরু হয় বিতর্ক ও বিভ্রান্তি। পরে দলের তরফে জেলা দফতরগুলিতে স্বাক্ষরিত তালিকা পাঠানো হয়। এই বিষয়ে দলের সঙ্গে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সংঘাতের সূত্রপাত হয়।
- Advertisement -
বিভিন্ন সময়ে একাধিক তৃণমূল নেতৃত্ব আকারে ইঙ্গিতে দাবি করেন দলের ফেসবুক পেজ নিয়ন্ত্রণ করে আইপ্যাক। তাদেরই ভুলের কারণে বিভ্রান্তি। এমনকি ফিরহাদ হাকিম দলের ফেসবুক পেজের পাসওয়ার্ডেরও অপব্যবহারের দাবি করেন। আইপ্যাকের তরফে পরে টুইট বিবৃতি দিয়ে তৃণমূলের কোনরকম ডিজিটাল পেজ সংস্থা কর্তৃক নিয়ন্ত্রণের দাবি অস্বীকার করা হয়। অবশেষে বিতর্কের মূলে থাকা প্রথম প্রার্থী তালিকাটি সরিয়ে নেওয়া হল তৃণমূলের ফেসবুক পেজ থেকে।