আমে দুধে মিশে গেল! কাঁথিতে বামফ্রন্ট ও তৃণমূলের জোট

আমে দুধে মিশে গেল! কাঁথিতে বামফ্রন্ট ও তৃণমূলের জোট

পুরভোটের প্রাক্কালে নজিরবিহীন জোটে হল বামফ্রন্ট ও তৃণমূলের। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে কাঁথি ৩ ব্লকের নাচিন্দা ভাইটগড় সমবায় সমিতির পরিচালন কমিটিনির্বাচনে এই ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, সমিতি এলাকার মোট তিনটি জোনের  ৪৫টি আসনে মনোনয়ন জমা নেওয়া হয়েছে। খবর, ২৩ টি আসনে তৃণমূল এবং বাকি ২২ টি আসনে সিপিআই(এম) সমর্থিত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। বিজেপি অভিযোগ জানিয়েছে, তাঁদের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। বিজেপি সমর্থিত প্রার্থী সহ কর্মীদের বামফ্রন্ট-তৃণমূলের জোটের কর্মীরা মারধর করেছে বলেও অভিযোগ করেছেন বিজেপি কর্মীরা।

আরও পড়ুন:  “পশ্চিমবঙ্গ জেহাদিদের জায়গা হবে নাহলে ডবল ইঞ্জিন সরকার হবে”, তৃণমূল-সিপিএমকে আক্রমণ শুভেন্দুর

যখন রাজ্যে সিপিএম ও তৃণমূলের অবস্থান পরস্পরের বিরোধী হিসেবে। সেখানে স্থানীয় স্তরে এই জোটের দাবি শোরগোল তুলেছে রাজনৈতিক মহলে। যদিও জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলীর সদস্য তথা জেলা সমবায় সমিতি বাঁচাও কমিটির চেয়ারম্যান হিমাংশু দাস তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট সমর্থিতদের জোটের দাবি অস্বীকার করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ