Friday, September 29, 2023

Horoscope Today: আজকের রাশিফল ৩/৮/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : যতটা পারবেন চাপ নেওয়া বা চিন্তার থেকে দূরে থাকার চেষ্টা করুন। এটি আপনার শরীরের ওপরে খারাপ প্রভাব ফেলবে। খোলা খাবার খাবেন না। আজ আপনার কিছু নতুন বন্ধু হতে পারে। আজ বিনিয়োগ এগিয়ে চলুন। ভালোবাসার ব্যক্তির প্রতি আপনার খারাপ ব্যবহার আপনাদের সম্পর্কে ভাঙন আনতে পারে।আপনার জীবনসঙ্গী আপনার খারাপগুলো আপনাকে বলতে পারে আজ।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : হাতে টাকা-পয়সার জোগান বাড়তে পারে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। চাকুরিজীবীরা বিশেষ সাফল্যের মুখ দেখবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : থাকার জন্য নিজের একগুঁয়েমি দূর করুন। আজ আত্নীয় বাড়ি যাবার থেকে নিজেকে বিরত রাখুন। এতে আত্মীয়ের সঙ্গে আপনার ঝামেলা বাড়তে পারে। ভাবনা কমান, এতে আপনি বেশি ভালো থাকবেন। এই রাশির ছাত্র-ছাত্রীরা আজকের পুরো দিন মোবাইলে নষ্ট করতে পারে। আপনার স্ত্রীর সঙ্গে আজ আপনার তর্ক বিতর্ক হতে পারে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : আয়ের রাস্তা আপনার সামনে খুলে যেতে পারে। তবে চাকুরিজীবীদের জন্য সময়টা খুব একটা ভালো কিছু নয়। যারা চাকরি খুঁজছেন, পেয়ে যেতে পারেন। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা আছে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : সম্ভব হলে আজ আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারেন। সিনিয়রের কাছ থেকে আর্থিক পরিচালনার পরামর্শ নিতে পারেন। অন্যদের নজর আকর্ষণ করবার আজ শ্রেষ্ঠ দিন আপনার কাছে। প্রেমে সময় দিন নাহলে প্রেম ভেঙে যেতে পারে।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ১৯/৮/২০২৩

কন্যা/ Virgo রাশিফল Rashifa : বর্তমানে বেশ ভালো সময়ের মধ্যে দিয়েই আপনি যাচ্ছেন। সে কারণে আপনার উত্‍সাহও তুঙ্গে। অফিসে সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলুন। নতুন চাকরি পেলে তখনই পুরনো অফিসে ইস্তফা দিয়ে আসুন। প্রেমের সম্পর্কে কোনও ভুল বোঝাবুঝি থাকলে তা দুর করুন।

তুলা/ Libra রাশিফল Rashifal : আপনার আপনজনেরা আপনাকে সাহায্য করতে পারে। আজ আপনি বিনিয়োগ করলে লাভবান হবেন। খরচের দিক দিয়ে একটু সামলে। আবেগে গা ভাসিয়ে বেশি অর্থ নষ্ট করবেন না। ভালোবাসার দিন হিসেবে এটি ভালো একটা দিন হতে চলেছে। সম্ভব হলে সেমিনারে অংশ গ্রহন করুন, এটি আপনার জ্ঞান বাড়াবে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : নতুন কোনও পরিচিতকে হুট করে বিশ্বাস করবেন না। খুব বেশি মানসিক পরিশ্রম না করাই ভালো। ব্যবসায়ীদের জন্য অবশ্য সময়টা ভালোই। চাকরিতে উন্নতি করবেন। ভালোবাসার মানুষটির সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে বোঝাপড়া ঠিক রাখুন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : আজ আর্থিক দিক দিয়ে আপনার দিনটি ভালো। বিনিয়োগ করতে পারেন ফল ভালো হবে। আপনার খারাপ ব্যবহার অনেককে আঘাত করতে পারে তাই কারো সাথে খারাপ ব্যবহার করার আগে দুবার ভাবুন। আজ আপনি আপনার মনের মানুষ খুঁজে পেতে পারেন। যার ফলে আপনার একাকীত্ব আজ শেষ হতে চলেছে।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২৩/৮/২০২৩

মকর/ Capricorn রাশিফল Rashifal : দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে। আপনার সাফল্যের গোপন কথা কাউকে বলে দেবেন না। নতুন কাজ ও পরিকল্পনায় সাফল্য পাবেন। তবে প্রেমের ব্যাপারে একটু বুঝসুঝে পা ফেলুন। অফিসে কাজের দায়িত্ব আরও বাড়বে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় –এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনায় ইচ্ছাগুলি পূর্ণ হবে। বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখতে আপনার ভাইকে সাহায্য করুন। কোন মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সেগুলিকে সমাধানের চেষ্টা করুন। অতীতের সুখস্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে। আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না।

মীন/ Pisces রাশিফল Rashifal : আজকের দিনটা আপনার ওপর দিয়ে বেশ ধকল পূর্ণ যাবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটা আপনার বেশ ভালো যাবে। আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে আজ কোনো বিতর্কে জড়াবেন না। আপনার প্রেম জীবন আজ বেশ সুখপূর্ণ হবে। আপনার সঙ্গী আজ আপনাকে অদ্ভুত কিছু করে খুশি করে দেবেন।

x

Latest articles

চাকরির দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, তৃণমূল নেতাকে কলার ধরে বেধড়ক মার

ফের অস্বস্তিতে শাসক দল। আবারও টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।...

মিড ডে মিলের চাল-ডাল চুরি করতে গিয়ে পাকড়াও গুনধর শিক্ষক

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এখনও গোটা রাজ্যে উত্তপ্ত। কিছুদিন আগে শোনা গিয়েছিল নিয়মিত স্কুল...

New York Durga Puja : নিউ ইয়র্কে হয় একাধিক দুর্গাপুজো, কোমর বাঁধছেন শহরের বাঙালিরা

যত সময় গিয়েছে নিউইয়র্ক শহরে বেড়েছে বাঙালির সংখ্যা। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে পুজো সংখ্যাও।...

Canada Durga Puja : পুজোয় উইন্ডসরে এক টুকরো বাঙালিয়ানা, অপেক্ষায় প্রবাসীরা

আপনি যেখানেই যান, কপাল নয়, সঙ্গে পাবেন 'বাঙালি'কে। আর বাঙালি যেখানেই যায়, সেখানে বহন...

আরও খবর

Parineeti-Raghav : রাঘব ও পরিণীতির বিয়ে সম্পন্ন উদয়পুরে

উদয়পুরের রাঘব-পরিণীতি বিয়ে সম্পন্ন হল! রবিবার গোধূলী লগ্নে পরিবার পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে...

Chicago Durga Puja : নির্ঘন্ট না মেনেই শিকাগোয় বাঙালিদের দুর্গোৎসব

বাঙালির পায়ের তলায় সর্ষে! বিশ্বের যে প্রান্তেই যাওয়া যায় বাঙালির দেখা ঠিকই মিলবে। আর...

Shalboni : শালবনি ফুটবল অ্যাকাডেমির ফাইনাল ট্রায়ালে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুব্রত পাল

জেলার ফুটবল জগতের অগ্রগতির কথা মাথায় রেখে মেদিনীপুর বিধানসভার জনপ্রিয় বিধায়িকা জুন মালিয়ার বিশেষ...